in

মালদ্বীপের বিপক্ষে সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশ

ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবলে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষটিতে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

দলের পক্ষে ৪২ মিনিটে মজিবুর রহমান জনি ও ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে গোল করেন বদলি খেলোয়াড় পাপন সিং।

সিরিজের প্রথম ম্যাচে ১-০ গোলে হেরেছিলো বাংলাদেশ। শেষ ম্যাচে জয়ী হয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করলো লাল-সবুজ জার্সিধারীরা। সিরিজ হার এড়ানোর পাশাপাশি জয় দিয়ে বছর শেষ করলো বাংলাদেশ।

বসুন্ধরা কিংস স্পোর্টস এ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে প্রথম গোল পায় মালদ্বীপ। ২৩ মিনিটে মালদ্বীপকে এগিয়ে দেন প্রথম ম্যাচের জয়ের নায়ক আলী ফাসির। বাংলাদেশ ডিফেন্ডার তপু বর্মনের ভুল পাসে বল পান ইব্রাহিম হোসেন। সাথেই সাথেই আলী ফাসিরকে বল দেন ইব্রাহিম। গোলের সুযোগ হাতছাড়া করেননি আলী ফাসির।

৩৯ মিনিটে গোল বঞ্চিত হয় বাংলাদেশ। রাকিব হোসেনের ক্রস থেকে ডি-বক্সের বাইরে থেকে মালদ্বীপের গোলমুখে শট নিয়েছিলেন ফয়সাল আহমেদ ফাহিম। কিন্তু সেই শট রুখে দেন মালদ্বীপের গোলরক্ষক হোসেন শরীফ।

৪২ মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান মজিবুর রহমান জনি। ফাহিমের কাছ থেকে বল পেয়ে ডি বক্স থেকে কোনাকুনি শটে গোল করেন জনি। ডান দিকে ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি মালদ্বীপের গোলরক্ষক হোসেন শরীফ। ম্যাচে ১-১ সমতা ফেরায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে দুই দলই । কিন্তু গোলের দেখা পাচ্ছিলো না তারা। ম্যাচটি ১-১ সমতা শেষ হবার পথেই ছিলো।

নির্ধারিত ৯০ মিনিট শেষ হবার পর ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে বাংলাদেশকে জয়সূচক গোল এনে দেন পাপন সিং। বাঁ-দিক দিয়ে শাহরিয়ার ইমনের ক্রসে বক্সের ভেতর থেকে প্লেসিং শটে গোল করেন পাপন। ২-১ গোলে লিড নেয় বাংলাদেশ। এই লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

২০২৪ সালে আটটি ম্যাচ খেলে ছয়টিতে হেরেছে এবং দু’টি জয় পায় বাংলাদেশ। আটটি ম্যাচের মধ্যে চারটি বিশ্বকাপ বাছাইপর্বের এবং বাকি চারটি ছিল ফিফা প্রীতি ম্যাচ। চার প্রীতি ম্যাচের মধ্যে ভুটান ও মালদ্বীপকে হারাতে পারে বাংলাদেশ।

আট ম্যাচের মধ্যে মালদ্বীপের বিপক্ষে দুই গোল এবং ভুটানের বিপক্ষে একটি গোল করতে সক্ষম হয় লাল-সবুজেরস জার্সিধারীরা।

বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচ উপভোগ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।

বাংলাদেশ পুরুষ দলকে উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন সাফ বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরাও।

গত বুধবার অনুষ্ঠিত প্রথম ম্যাচে মালদ্বীপের কাছে ১-০ গোলে হারে বাংলাদেশ। সিরিজ হার এড়াতে এ ম্যাচে জয়ের বিকল্প ছিলনা বাংলাদেশের।

বাংলাদেশ দল : তপু বর্মণ, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, মিতুল মারমা, শাকিল আহাদ তপু, সোহেল রানা (অধিনায়ক), ইসা ফয়সাল, মজিবুর রহমান জনি ও সাদ উদ্দিন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings