in

মাদারীপুর জেলার সিডিখান ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীতে অবৈধ বালু উত্তোলন

মাদারীপুর জেলার সিডিখান ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভয়াবহ নদী ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় কিছু দূর্বৃত্ত দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে ড্রেজার মেশিনের মাধ্যমে বালি উত্তোলন করে আসছে। এর ফলে নদীর স্বাভাবিক প্রবাহে মারাত্মক প্রভাব পড়ছে এবং পার্শ্ববর্তী গ্রামগুলোর বসতভিটা ও কৃষিজমি হুমকির মুখে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, এক শ্রেণির বালু ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নদীর বিভিন্ন অংশে গভীর খনন করছে। ফলে নদীর তলদেশ অস্বাভাবিকভাবে নিচে নেমে যাচ্ছে এবং পানির স্রোত বেড়ে যাওয়ায় নদীর পাড়ে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যেই বেশ কিছু বাড়িঘর ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী ভাঙনের আতঙ্কে অনেক পরিবার ঘরবাড়ি সরিয়ে নিতে বাধ্য হচ্ছে।

স্থানীয় এক কৃষক জানান, “প্রতিদিন একটু একটু করে নদী আমাদের জমি গিলে নিচ্ছে। বালু উত্তোলন বন্ধ না হলে আমরা গৃহহীন হয়ে যাব।”

এ পরিস্থিতি মোকাবেলায় স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন। তারা অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান চালানো এবং নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের আহ্বান জানিয়েছেন।

পরিবেশবিদরা বলছেন, অবৈধ বালু উত্তোলন শুধু নদীর গতি প্রকৃতিকে বিপর্যস্ত করছে না, বরং পরিবেশ ও জীববৈচিত্র্যকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তারা এ ব্যাপারে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings