in

মাদারীপুরে নৌকার প্রার্থীর কর্মীকে হাতুড়ি দিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ

ছবি ফ্রান্স বিডিনিউজ

কালকিনি প্রতিনিধি

কালকিনিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় নৌকার কর্মী খোকন খানকে হাতুড়ি পেটা করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ ০ জানুয়ারি) সকালে সিডিখান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চুন্নু খানের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত খোকন খান ঐ এলাকার তানজেল আলী খানের ছেলে। বর্তমানে তিনি মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আহত খোকন খান জানান, বাজার থেকে ফেরার পথে মসজিদের সামনে আমার চাচা চুন্নু খানের দোকানের সামনে ৩/৪ জন লোক শাহ কবিরাজের ভ্যানে এসে আমাকে জিজ্ঞেস করে এই তুই ভোট দিছোস কারে? নৌকার কথা বলার সাথে সাথেই আমাকে হাতুড়ি দিয়ে ইচ্ছামত মারধর করে। এতে আমার বাম পা ভেঙে যায়। হামলা চালায় ঐ এলাকার রশিদ সরদারের ছেলে শহীদুল সরদার, সেকান্দর সরদারের ছেলে সজিব সরদার, কুদ্দুস সরদারের ছেলে শাহ কবিরাজ।

আহত খোকন খানের স্ত্রী ঝর্ণা বেগম বলেন, আমার স্বামী বাজার থেকে ফেরা পথে ঈগলের লোক একলা পেয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙে দিয়েছে। আমরা এর সুষ্ঠ বিচার চাই।

সদর হাসপাতালের চিকিৎসক ফয়েজুর রহমান বলেন, দুপুরে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খোকন খান নামে একজন রোগীকে রেফার করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। আমরা প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেছি। বর্তমানে আমাদের এখানে ভর্তি আছে।

মারামারি সম্পর্কে জানতে চাইলে সিডি ইউনিয়নের চেয়ারম্যান মো. চাঁন মিয়া সিকদার জানান, শুধু মারামারি না, ঈগলের লোক ঘরের মধ্যে ঢুকে মারধর করে। প্রতিদিনই এসব হচ্ছে।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু বলেন, কোন মারামারি হলে আমরা জানতাম। নির্বাচন নিয়ে এখন কোন মারামারি হচ্ছে না। এগুলো নিজেদের মধ্যে অভ্যন্তরীন কোন্দল।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের কাছে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নিবো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings