বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ন্যায়বিচার, সাম্য, সমধিকার নিশ্চিত করতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। ধ্বংস হওয়া গণতন্ত্র, ভোটের অধিকার ফিরিয়ে আনতে নির্বাচন দিতে হবে।
আজ ২১ ফেব্রুয়ারি শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের একথা বলেন তিনি। ধ্বংস হওয়া গণতন্ত্র পুনরুদ্ধারের পাশাপাশি ভোটাধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচনের তাগিদও দেন এই নেতা।
জাতীয় নির্বাচনের পরই স্থানীয় সরকার নির্বাচন দেওয়ারও দাবি জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করা ঠিক হবে না। জাতীয় নির্বাচনের মাধ্যমেই দেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে।

রুহুল কবির রিজভী বলেন, সালাম রফিক জব্বাররা নিজেদের বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন ভাষার জন্য। একুশে ফেব্রুয়ারি শোক বহন করে, একই সাথে এটি গৌরবের দিন। একুশে ফেব্রুয়ারি আমাদেরকে অনুপ্রেরণা যুগিয়েছে।
তিনি বলেন, এই পথ ধরে স্বাধীনতা পেয়েছি। এই পথ ধরে দীর্ঘ ১৬ বছরের ভয়ঙ্কর ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটিয়েছি। আর যাতে কোনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে একুশের চেতনা থেকে সে শিক্ষা নিতে হবে।
তিনি আরও বলেন, যতদিন পৃথিবী থাকবে, ততদিন একুশে ফেব্রুয়ারি যেকোনো অধিকার আদায়ে অনুপ্রেরণা যোগাবে।
GIPHY App Key not set. Please check settings