
আন্তর্জাতিক ডেস্ক:
ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টায় ইতালির লাম্পেদুসা উপকূলে পৌঁছানোর আগেই প্রাণ হারালেন এক বাংলাদেশি নাগরিক। সোমবার রাতে উত্তর আফ্রিকার উপকূল থেকে আসা ১০ মিটার দীর্ঘ একটি নৌকা থেকে তার মরদেহ উদ্ধার করে ইতালির কোস্টগার্ড ও ফিনান্সিয়াল পুলিশ। একই নৌকা থেকে আরও ৫১ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৌকার জ্বালানির বিষাক্ত ধোঁয়ায় শ্বাস নেওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে কালা পিসানার মর্গে। মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সিরিয়া ও সুদানের নাগরিক রয়েছেন। তারা জানান, যাত্রাপথে তাদের একজন সঙ্গী সমুদ্রে পড়ে যান এবং তাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি বছরের ৩ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রপথে দেশটিতে পৌঁছেছেন ৪৩ হাজার ৮৬০ জন অনিয়মিত অভিবাসী। এর মধ্যে সর্বাধিক ১৩ হাজার ২৭১ জনই বাংলাদেশি, যা অন্য যেকোনো দেশের তুলনায় বেশি।
GIPHY App Key not set. Please check settings