in

ভূমধ্যসাগরে নিখোঁজ ৪ অভিবাসনপ্রত্যাশী

চলতি সপ্তাহের সোমবার ইউরোপের দিকে যাত্রা করা একদল অনিয়মিত অভিবাসী বহনকারী একটি নৌকা পূর্ব তিউনিশিয়ায় ডুবে গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন চারজন।

তিউনিশিয়া ন্যাশনাল গার্ড বুধবার জানিয়েছে, সোমবার বেশ কয়েকটি নৌকায় অনিয়মিত উপায়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেছেন একদল আশ্রয় প্রত্যাশী। তাদের মধ্যে পূর্ব তিউনিশিয়ার উপকূলীয় শহর মাহদিয়া থেকে যাত্রা করে ঝুঁকিতে পড়া ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তবে মাহদিয়ার কাছে চেব্বা উপকূল থেকে আরেকটি নৌকায় যাত্রা করা সাত অভিবাসীকে বহনকারী অন্য একটি নৌকাও সোমবার ডুবে যায়। এ ঘটনায় তিন জনকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন চারজন। তাদের কোন হদিস পাওয়া যায়নি। সাত অভিবাসীর মধ্যে তিনজন সাব-সাহারা আফ্রিকার নাগরিক এবং চারজন টিউনিশীয় ছিলেন।

তিউনিশিয়া ন্যাশনাল গার্ডের মুখপাত্র হাউসেম এডিন জেবালি বলেছেন, নিখোঁজ থাকা চার ব্যক্তি তিউনিশিয়ার নাগরিক।

একই দিন কমপক্ষে তিন নারী এবং এক শিশুসহ ১৫৩ জন তিউনিশীয় অভিবাসীকে রাজধানী তিউনিশের উত্তর শহরতলির গৌলেটে বন্দর থেকে উদ্ধার করা হয়েছে।

এর আগে ১৯ মে দেশটির ন্যাশনাল গার্ড ২৩ জন তিউনিশীয় অভিবাসীর সমুদ্রে নিখোঁজের ঘোষণা দিয়েছিল। ভুক্তভোগীরা দেশটির উত্তর-পূর্বে নাবেউল উপকূল থেকে যাত্রা করার পর ডুবে গিয়েছিলেন।

ইটালির দিকে যাত্রার জন্য তিউনিশিয়া উপকূল একটি বিশেষ সুবিধাজনক প্রস্থান পয়েন্ট। প্রতি বছর অনুকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১৫০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত ইটালীয় উপকূলে যেতে হাজার হাজার অভিবাসী ট্রানজিট দেশ হিসেবে তিউনিশিয়াকে ব্যবহার করে।

সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপে পৌঁছানোর আশায় ভূমধ্যসাগরে বিপজ্জনক পারাপারে ঝুঁকিপূর্ণ অভিবাসনের জন্য লিবিয়ার পাশাপাশি তিউনিশিয়াও অন্যতম প্রধান প্রস্থান পয়েন্ট হয়ে উঠেছে।

তিউনিশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত তিউনিশিয়া উপকূলে ১০৩টি অস্থায়ী নৌকা ডুবেছে এবং ৩৩৬ জন বিদেশি অভিবাসীসহ মোট ৩৪১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ আরও জানায়, বছরের প্রথম চার মাসে ২১ হাজার ৫৪৫ জনকে অনিয়মিত সমুদ্র যাত্রা আটকে দিয়ে উপকূলে ফিরিয়ে এনেছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ২২.৫ শতাংশ বেশি।

২০২৩ সালে সাব-সাহারা আফ্রিকার কয়েক হাজার নাগরিক, দারিদ্র্য ও সংঘাত থেকে পালিয়ে দেশটি থেকে ইউরোপের দিকে যেতে ভিড় করেছিলেন। এছাড়া হাজার হাজার টিউনিশীয় নাগরিক অর্থনৈতিক সঙ্কট এবং রাজনৈতিক উত্তেজনার কারণে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেছেন।

স্থানীয় এনজিও তিউনিশিয়ান ফোরাম ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রাইটস (এফটিডিইএস) দাবি করেছে, গত বছর তিউনিশিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত এক হাজার ৩০০ জনেরও বেশি অভিবাসী মারা গেছে বা নিখোঁজ হয়েছে।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর মতে, গত এক দশকে ভূমধ্যসাগরে ২৭ হাজারেরও বেশি অভিবাসী মারা গেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings