নিজস্ব প্রতিবেদক, ফ্রান্স বিডি নিউজ
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি ডেন্টাল ক্লিনিকের বিরুদ্ধে চিকিৎসার নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মোহাম্মদ এনামুল হক (৬৫)। তিনি একজন দিনমজুর। তার অভিযোগ, নিউ ডেন্টিস্ট পয়েন্ট নামের একটি প্রতিষ্ঠানের ভুল চিকিৎসার কারণে দাঁত হারিয়েছেন এবং এখন অসহনীয় যন্ত্রণায় ভুগছেন।
গত ৭ ডিসেম্বর এনামুল হক কাজের প্রয়োজনে যাত্রাবাড়ীতে গেলে দুর্ঘটনায় তার সামনের একটি দাঁত আঘাতপ্রাপ্ত হয়। রক্তক্ষরণ ও ব্যথা বাড়তে থাকায় তিনি স্থানীয় নিউ ডেন্টিস্ট পয়েন্টে চিকিৎসার জন্য যান।
তবে প্রতিষ্ঠানে কোনো পেশাদার চিকিৎসক উপস্থিত না থাকায় ক্লিনিকের পিয়ন তার চিকিৎসার দায়িত্ব নেন। অভিযোগ অনুযায়ী, কোনো রকম পরীক্ষা-নিরীক্ষা, সেফটি প্রটোকল বা অনুমতি ছাড়াই পিয়ন তার সামনের সারির চারটি দাঁত তুলে ফেলেন।
পরে তাকে কোনো চিকিৎসা-পরামর্শ না দিয়ে একটি অন্য প্রতিষ্ঠানের প্রেসক্রিপশন প্যাডে কিছু ওষুধ লিখে দেওয়া হয় এবং তার কাছ থেকে সর্বস্ব হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ এনামুলের।
এনামুল হকের ভাতিজা মোহাম্মদ তারেক সরদার বলেন, আমার চাচা একজন সহজ-সরল দিনমজুর। দুর্ঘটনার পর তিনি ব্যথা কমাতে ওই ডেন্টাল ক্লিনিকে যান। কিন্তু চিকিৎসক না থাকায় পিয়ন তার দাঁত তুলে ফেলেন। এখন তিনি প্রচণ্ড যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছেন। খাওয়া-দাওয়া ও কথা বলতেও পারছেন না। আমরা এই প্রতারণার জন্য সরকারের কাছে বিচার চাই।
ভুক্তভোগী এনামুল এ নিয়ে আইনি ব্যবস্থা নিয়েছেন কি না, কিংবা পুলিশের সহযোগিতা নিয়েছেন কি না, জানতে চাইলে তারেক বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার আইনজীবীর মাধ্যমে প্রতারক পিয়ন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে।
নিউ ডেন্টিস্ট পয়েন্টের বিরুদ্ধে এর আগেও একই ধরনের অভিযোগ উঠেছে। ২০২৩ সালে জাহিদ নামে আরেক ভুক্তভোগী একইভাবে প্রতারিত হয়েছিলেন বলে জানা গেছে।
এসব বিষয়ে জানতে নিউ ডেন্টিস্ট পয়েন্ট নামে ওই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
GIPHY App Key not set. Please check settings