প্যারিসে জমকালো আয়োজনে ব্যালন ডি’অরের ৬৮তম আসরে সবচেয়ে আকর্ষণীয় ও আকাঙ্ক্ষিত পুরষ্কার জিতলেন রদ্রি হার্নান্দেজ। ১৯৬০ সালের পর প্রথম স্প্যানিশ পুরুষ হিসেবে ব্যালন ডি’অর হাতে নিলেন রদ্রি।
লুইস সুয়ারেজ মিরামোন্তেস সবশেষ স্প্যানিশ হিসেবে পুরুষদের ব্যালন ডি’অর জেতেন। রদ্রি ৬৪ বছরের অপেক্ষার অবসান ঘটালেন। মেয়েদের ব্যালন ডি’অর জিতেছেন স্পেনের আইতানা বোনামাতি।
২০২৩ সালের ১ আগস্ট থেকে এই বছরের ৩১ জুলাই পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে বিজয়ী হলেন রদ্রি। হাঁটুর গুরুতর ইনজুরিতে এই মৌসুম থেকে ছিটকে যাওয়া মিডফিল্ডার ক্র্যাচে ভর করে অনুষ্ঠানে আসেন। এসেই প্রশ্নের মুখে পড়েন, জানতে চাওয়া হয় পুরস্কার পাবেন জেনেই কি এসেছেন? তিনি বলেন, ‘এখানে আসাই তো আমার জন্যে পুরস্কার। দেখা যাক কী হয়, আমার কাছে খুব বেশি তথ্য নেই।
আজ সোমবার দিবাগত রাতে থিয়েটার দো সাতেলেতে ঘোষণা করা হলো ২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ীর নাম।
গত মৌসুমে ভিনি দলের ও ক্লাবের হয়ে খেলেছেন ৪৯টি ম্যাচ। সেখানে তিনি গোল করেছেন ২৬টি ও সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জিতেছেন এই ব্রাজিলিয়ান। অপরদিকে রদ্রি গত মৌসুমে খেলেছেন ৬৩টি ম্যাচ। সেখানে গোল করেছেন ১২টি ও অ্যাসিস্ট ১৬টি। তার দখলে রয়েছে প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ ও স্পেনের হয়ে ইউরো।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরাসি-ব্রিটিশ সাংবাদিক স্যান্ডি হেরিবার্ট ও আইভরিয়ান ফুটবল লিজেন্ড দিদিয়ের দ্রগবা।
সেরা দশে থেকেও অনুষ্ঠানে আসেননি আর্লিং হাল্যান্ড।
GIPHY App Key not set. Please check settings