in

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি গঠন

ভুয়া সমন্বয়কদের অপব্যবহার রোধে অন্যতম প্রধান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে আহ্বায়ক এবং আরেক সমন্বয়কারী আরিফ সোহেলকে সদস্য সচিব করে ৪ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে প্ল্যাটফর্মের মূল সমন্বয়ক সারজিস আলম ঘোষিত কমিটি অনুযায়ী আবদুল হান্নান মাসুদকে প্রধান সংগঠক এবং উমামা ফাতিমাকে মুখপাত্র করা হয়েছে।

কমিটি ঘোষণার পর সারজিস আলম বলেন, ‘সারাদেশে ভুয়া সমন্বয়কের নামে অনেক অপকর্ম চলছে। আমরা এর অবসান ঘটাতে কেন্দ্রীয়ভাবে কাজ করব।’

তিনি আরও বলেন, ‘আমাদের সংগঠনের মধ্যে থেকে যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের কমিটি পুনর্গঠন করা দরকার।’
সারজিস বলেন, শিগগিরই কলেবর বাড়িয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

এ কমিটি জুলাই-আগস্ট বিপ্লবের শক্তিকে একত্রিত করা এবং ‘মুজিবাদ’-এর সমস্ত শক্তিকে সমূলে উৎপাটনের লক্ষ্য নিয়েও কাজ করবে বলে উল্লেখ করেন সারজিস।

সারাদেশে ১৫৮ জন সমন্বয়কের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে জানিয়ে আরেক সমন্বয়কারী আব্দুল কাদের বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি জাতীয় সংগঠন হিসেবে কাজ করবে এবং এটি কখনই রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবে না।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings