
নিউজ ডেস্ক:
সোমবার রাজধানীর পাঁচ-তারকা হোটেল সোনারগাঁওতে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম। ঢাকা বিভাগ থেকে তাদের প্রতিদ্বন্দ্বি এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান আগের দিন সরে যাওয়ায় তাদের জয় নিয়ে সংশয় ছিলো না। বুলবুল ও ফাহিম দুজনেই ১৫টি করে ভোট পেয়েছেন।

বিভাগীয় ক্যাটাগরি থেকে নির্বাচিত হওয়া বাকিরা হলেন মোখলেসুর রহমান (রাজশাহী) এবং হাসানুজ্জামান (রংপুর)।
এই ক্যাটাগরি থেকে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর (চট্টগ্রাম), আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান (খুলনা), রাহাত শামস (সিলেট), শাখাওয়াৎ হোসেন (বরিশাল)।
ভীষণ আলোচিত ক্লাব ক্যাটাগরির নির্বাচনও হয়েছে একপেশে। তামিম ইকবালের নেতৃত্বে বিএনপি পন্থীরা নাম প্রত্যাহার করে নেওয়ায় ছিলো না কোন উত্তেজনা। নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ছিলেন ১৭ জন, তারমধ্যে তিনজন একদিন আগেই সরে যান। অর্থাৎ সম্ভাবনায় ছিলেন ১৪ জন, তারমধ্যে অনুমিতভাবেই বেরিয়ে এসেছেন ১২ জন।
এই ক্যাটাগরিতে ৭৬ জন ভোটারের মধ্যে ৪২ জন ভোট দিয়েছেন, যাদের ৩৫ জনই সরাসরি না এসে ই-মেইলে ভোট দিয়েছেন।
এই ক্যাটাগরি থেকে পরিচালক হিসেবে নির্বাচিতরা হলেন ইশতিয়াক সাদেক (৪২ ভোট), আদনান রহমান দিপন (৪০ ভোট), আবুল বাশার (৪০ ভোট), আমজাদ হোসেন (৪০ ভোট), শাহনিয়ান তানিন (৪২ ভোট), মকসেদুল কামাল (৪১ ভোট), ফয়াজুর রহমান-(৪২ ভোট), এম নাজমুল ইসলাম- (৩৭ ভোট), ফারুক আহমেদ-(৪২ ভোট), মঞ্জুর আলম-(৩৯ ভোট), মেহরাব আলম চৌধুরী- (৪১ ভোট) ও ইফতেখার রহমান মিঠু-(৩৪ ভোট)।
এছাড়া ক্যাটাগরি ‘সি’ থেকে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ৪৫ ভোটের মধ্যে ৩৫ ভোট পেয়েছেন তিনি। তিনি হারিয়েছেন দেবব্রত পালকে, যিনি পেয়েছেন ৭ ভোট।
এর বাইরে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুজনকে পরিচালক হিসেবে মনোনয়ন করা হয়েছে। তারা হলেন ইশফাক আহসান, ইয়াসির মোহাম্মদ ফয়য়াল আশিক।
GIPHY App Key not set. Please check settings