পাকিস্তানের কাছে ৭ উইকেটের পরাজয়ের মধ্য দিয়ে প্রথম দল হিসেবে চলমান বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ।
বিশ্বকাপে দলের এই ব্যর্থতার পিছনে ব্যাটারদের হতাশাজনক পারফরমেন্সকে দায়ী করেছেন বাংলাদেশী অল-রাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
মঙ্গলবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি স্বীকার করেছেন ব্যাটারদের আরও বেশি দায়িত্ব নেওয়া উচিত ছিল।
সাত ম্যাচে শুধুমাত্র আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ী হয়েছিল বাংলাদেশ, এরপর টানা ছয় ম্যাচে পরাজয়ের স্বাদ নিতে হয়েছে।
মিরাজ বলেন, ‘আমাদের মূল সমস্যা ব্যাটিংয়ে। ব্যাটারদের বিশ্বকাপের মত আসরে আরো বেশী দায়িত্ব নিয়ে খেলা উচিৎ ছিল।’
ভারতের মাটিতে চলমান বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল স্বাগতিকদের বিরুদ্ধে ২৫৬ রান। মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে মাহমুদুল্লাহ দলের সর্বোচ্চ ৫৬ রান করেন।
চতুর্থ উইকেটে তিনি লিটন দাসের (৪৫) সালে ৭৯ রানের জুটি গড়েছিলেন। অধিনায়ক সাকিব আল হাসান ৪৩ ও মিরাজ করেন ২৫ রান।
এবারের আসরে এ পর্যন্ত বাংলাদেশ দলের একমাত্র সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ। ৩৭ বছর বয়সী অভিজ্ঞ মাহমুদুল্লাহ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র সেঞ্চুরির ইনিংস উপগার দিয়েছেন। এ পর্যন্ত দেশের হয়ে তিনিই সর্বোচ্চ ২৭৪ রান সংগ্রাহক।
মিরাজ বলেন, ‘আমাদের দ্রুতই উইকেটের প্রয়োজন ছিল। কিন্তু ছোট রান তাড়া করে খেলতে নেমে পাকিস্তানি ওপেনাররা ছিলেন স্বাচ্ছন্দ্যে। তাদের উপর কোন চাপ ছিল না।’
এই পরাজয়ের সাথে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্নও শেষ হয়ে গেছে বাংলাদেশের। মিরাজ বলেন, ‘প্রতিটি পরাজয়ই হতাশার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারাটা বাংলাদেশের সমর্থকদের জন্যও হতাশার।’
গ্রুপ পর্বে এখনো বাংলাদেশের দুটি ম্যাচ বাকি রয়েছে। আগামী ৬ নভেম্বর নয়া দিল্লিতে শ্রীলঙ্কা ও ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে সাকিবের দল।
মিরাজ বলেন, ‘ড্রেসিংরুমে সকলেই হতাশা প্রকাশ করেছে। অনেক সময় জয়ের জন্য ভাগ্যেরও প্রয়োজন হয়, আমাদের সেটাও ছিল না।’
GIPHY App Key not set. Please check settings