ফ্রান্স বিডিডেস্ক
বলিউডের খ্যাতনামী নায়িকার সঙ্গে বাগ্দান সারলেন সলমনের প্রাক্তন ভগ্নিপতি পুলকিত ।শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় দিল্লির আইটিসি গ্র্যান্ডে এ বিয়ের আসর বসে। এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় মেহেদি অনুষ্ঠান।
সহকর্মী থেকে বন্ধু এবং তারপর প্রেমিক-প্রেমিকা। ২০১৯ সালে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেন পুলকিত-কৃতি। চার বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে সাত পাকে বাঁধা পড়ল এ যুগল।
সলমন খানের ‘রাখি বোন’ শ্বেতা রোহিরার সঙ্গে দীর্ঘ দিন প্রেম ছিল অভিনেতা পুলকিত সম্রাটের। সলমনের তালিমেই ২০১২ সালে অভিনয় জগতে পা রাখেন পুলকিত। শ্বেতার সঙ্গে বিয়ে হওয়ার পর মাত্র এক বছরের দাম্পত্য জীবন কাটান অভিনেতা। ছাড়াছাড়ি হয় পুলকিত-শ্বেতার। তার পর লম্বা সময় পেরিয়ে গিয়েছে। শ্বেতার সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী ইয়ামি গৌতমের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান বলেই চর্চা ছিল বলিপাড়ায়।বিচ্ছেদের সময় শ্বেতা অভিযোগ করেন, পুলকিতের সঙ্গে অভিনেত্রী ইয়ামি গৌতমের ঘনিষ্ট সম্পর্কের কারণেই তার সংসার ভেঙেছে। তবে সে বিষয় অস্বীকার করে পুলকিত বলেন, শ্বেতা বরাবরই তাকে নিয়ে ইনসিকিউর ছিলেন।
২০১৬ সালে ‘সনম রে’ ছবির শুটিংয়ে ইয়ামি-পুলকিতের আলাপ। সেখান থেকেই ঘনিষ্ঠতা শুরু। পুলকিতের বিবাহবিচ্ছেদের পরও সম্পর্ক টিকেছিল তাঁদের। এই সম্পর্কে ছাড়াছাড়ি হতেই কৃতি খারবন্দার প্রেমে পড়েন পুলকিত।‘বীরে কি ওয়েডিং’, ‘পাগলপান্তি’, ‘তাইশ’র মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছে এ যুগল। ২০১৯ সালে নিজেদের সম্পর্কে সিরমোহর দেন এ জুটি। এ বার তাঁর সঙ্গে বাগ্দান সারলেন অভিনেতা।
GIPHY App Key not set. Please check settings