বিয়ের সিদ্ধান্ত জানিয়েছেন অনুপম রায়। পশ্চিমবঙ্গের এই জনপ্রিয় গায়ক জানিয়েছেন, আগামী ২ মার্চ বিয়ে পিঁড়িতে বসবেন তিনি।
পাত্রীও বিনোদন-দুনিয়ার মানুষ, গায়িকা প্রস্মিতা পাল। তবে অনুপম জানান, তার বিয়েতে খুব বড়সড় আয়োজন থাকবে না।
এদিকে বিয়ের খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে নতুন করে এসেছে পুরোনো প্রশ্নটাও—বিদ্রূপ সামলানো নিয়ে কী ভাবছেন গায়ক? গত বছরের নভেম্বরে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ের খবর যাদের মনে আছে, তারা প্রশ্নটির মানে ভালো করেই বুঝেছেন।

গত ২৭ নভেম্বর পিয়া চক্রবর্তীকে বিয়ের করেন পরমব্রত। এই পিয়া অনুপম রায়ের সাবেক স্ত্রী।
পরম ও পিয়ার বিয়ের খবর চাউর হতেই শুরু হয় বিদ্রূপ, বিশেষ করে অনুপম রায়কে জড়িয়ে যেভাবে ট্রল করা হয়েছিল, তার প্রতিবাদ জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের অনেক অভিনয়শিল্পী। পরে চলতি মাসে ঢাকায় এসে পরমব্রত প্রথম আলোকে জানিয়েছেন, এমন কিছু (ট্রল) যে হবে, তা নিয়ে আগেই আন্দাজ করেছিলেন। ট্রল সামলাতে মানসিক প্রস্তুতিও নিয়ে রেখেছিলেন।
অনুপমের হবু স্ত্রী প্রস্মিতা পাল কি মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছেন? এ প্রসঙ্গে আনন্দবাজার পত্রিকাকে তিনি বলেন, ‘নতুন একটা যাত্রা শুরু করতে চলেছি। আমি খুবই আশাবাদী। আমাদের চারপাশে সবাই ভালো থাকলে আমরা ভালোই থাকব। আমার মনে হয়, আমরা দুজন সুখী হলে নেতিবাচক কোনো কিছু আমাদের ওপর প্রভাব ফেলতে পারবে না।’ প্রস্মিতা এ-ও জানালেন, যাতে ‘নেতিবাচক’ মন্তব্য কম আসে, সেদিক থেকেও তিনি ও অনুপম আশাবাদী।
কথায়–কথায় প্রস্মিতা অনুপমের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন। প্রস্মিতা বলেন, ‘বিগত এক বছর ধরে আমরা সম্পর্কে রয়েছি। তারপর মনে হলো যে পরবর্তী পর্যায়ে আমরা এগোতে পারি। তারপরই বিয়ের সিদ্ধান্ত নিই।’
GIPHY App Key not set. Please check settings