in

বিপিএলের থিম সংয়ের দুটি লাইন প্রধান উপদেষ্টার

নতুন বাংলাদেশ, নতুন বিপিএল, নতুন থিম সং এবং এবারের বিপিএলের সেই থিম সংয়েও থাকছে নতুনত্ব। একটা ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি টুর্নামেন্টের থিম সংয়ে যখন খোদ সরকারপ্রধানের ছোঁয়া থাকে, সেটাকে নতুনত্ব বলতে হবে বৈকি!

ঠিকই ধরেছেন। ৩০ ডিসেম্বর শুরু হতে যাওয়া একাদশ বিপিএলের থিম সং লেখায় হাত লাগিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও। আজ সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় অনুষ্ঠিত বিপিএল–২০২৫–এর থিম গ্রাফিতি ও থিম সং প্রকাশের অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অনুষ্ঠানে আসিফ মাহমুদ তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘আমি যখন স্যারকে বলি, স্যার, আপনি তো অলিম্পিকসহ অনেক অনেক বড় ইভেন্টের ডিজাইনে পরামর্শ দিয়ে থাকেন, আমাদেরও যদি একটু সহায়তা করেন। আমি তখন আশা করিনি যে স্যার ব্যক্তিগতভাবে এতটা সম্পৃক্ত হয়ে যাবেন। স্যার স্যারের টিমকে নিয়ে আমার চেয়েও বেশি সম্পৃক্ত ছিলেন। এমনকি থিম সংয়েও (বিপিএলের) স্যার কয়েকটি লাইন নিজে লিখে দিয়েছেন।’

গোলাম মোর্শেদ, হান্নান হোসেন শিমুল ও মাসুদুর রহমানের লেখা ‘এলো বিপিএল…’ থিম সংয়ে প্রধান উপদেষ্টার যোগ করা সে দুটি লাইন হলো, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’। তাঁর এই কথাটাকেই বিপিএলকে কেন্দ্র করে দেশব্যাপী হতে যাওয়া তারুণ্যের উৎসবের স্লোগান করা হয়েছে।

দিনে ৪০০ টাকা ভাতায় কী হয়—বিশ্বকাপের টিকিট পেয়ে যুব হকির অধিনায়কের প্রশ্ন
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি ক্রীড়া উপদেষ্টা ধন্যবাদ দিয়েছেন বিসিবিকেও, ‘স্যারকে অনেক অনেক ধন্যবাদ। বিসিবি সেটাকে (বিপিএল নিয়ে প্রধান উপদেষ্টার পরামর্শ) অনেক সুন্দরভাবে বাস্তবায়ন করেছে, সে জন্য বিসিবিকেও অসংখ্য ধন্যবাদ।’

থিম সংয়ের পাশাপাশি বিপিএলের থিম গ্রাফিতিতেও ফুটে উঠবে জুলাই–আগস্টের ছাত্র–জনতার আন্দোলনের ছবি। সে সময় ছাত্রছাত্রীরা সড়কে, দেয়ালে যেসব গ্রাফিতি এঁকেছিলেন, একাদশ বিপিএলের থিম (মূল ভাব) নেওয়া হয়েছে সেখান থেকে।

নতুন বিপিএল নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘আমরা নতুন বাংলাদেশের কথা বলছি। অনেক ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। সুতরাং সবকিছুকেই আমরা নতুনভাবে সাজাতে চাই। নতুনভাবে সংস্কার করতে চাই। এবারের বিপিএল আয়োজনের মধ্য দিয়ে ক্রিকেটের যে সংস্কার, সেটার প্রতিফলন দর্শকেরা দেখতে পাবেন।’

সেই সঙ্গে আসিফ মাহমুদের প্রত্যাশা, বিপিএলে মাঠের খেলাও হবে ভালো, দলগুলো দর্শকদের ভালো খেলা উপহার দেবে। নতুন বিপিএল সত্যিকারভাবে সার্থক হবে আসলে তখনই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings