in

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলেন নসরুল হামিদ

দপ্তর পুনর্বণ্টন করে নসরুল হামিদকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।

সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর রুলস অব বিজনেস, ১৯৯৬- এর রুল ৩(৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে দপ্তর পুনর্বণ্টন করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার শপথ নেন নতুন সরকারের মন্ত্রীসভার সদস্যরা। ওইদিন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়। তখন নসরুল হামিদকে বিদ্যুৎ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছিল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings