in

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য (BNDA)-এর বহি-বিশ্ব আহবায়ক কমিটি অনুমোদন

নিউজ ডেস্ক, ৬ অক্টোবর ২০২৫:

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য (BNDA)-এর বহি-বিশ্ব আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ফ্রান্স প্রবাসী বিশিষ্ট সংগঠক মুহাম্মদ আলী চৌধুরীকে আহবায়ক এবং যুক্তরাজ্য প্রবাসী শাহ মোহাম্মদ যোবায়েরকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়।

সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক জনাব আতিকুর রহমান রুমন আনুষ্ঠানিকভাবে এ কমিটির অনুমোদন প্রদান করেন।

এক বিবৃতিতে জানানো হয়, প্রবাসে বিএনপি ও জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এই আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা, দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে বাংলাদেশকে সমৃদ্ধ করার অঙ্গীকার নিয়ে কাজ করবে।

কমিটি অনুমোদনের পর আহবায়ক মুহাম্মদ আলী চৌধুরী বলেন, “প্রবাসে ছড়িয়ে থাকা জাতীয়তাবাদী শক্তিকে একটি প্ল্যাটফর্মে এনে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়ন কর্মকাণ্ডে প্রবাসীদের ভূমিকা আরও সুদৃঢ় করাই আমাদের মূল লক্ষ্য।”

সদস্য সচিব শাহ মোহাম্মদ যোবায়ের বলেন, “আমরা বিশ্বব্যাপী প্রবাসীদের সংগঠিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ঐক্যকে একটি কার্যকর আন্তর্জাতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নবগঠিত এই আহবায়ক কমিটি শিগগিরই বিভিন্ন দেশে শাখা কমিটি গঠন এবং কার্যক্রম শুরু করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings