ব্যাটিং-বোলিং নৈপুণ্যে নিজেদের সপ্তম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে ভালোভাবেই টিকে থাকল পাকিস্তান।
টানা চার ম্যাচ হারের পর টুর্নামেন্টে তৃতীয় জয়ে ৭ খেলায় ৬ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের পঞ্চমস্থানে উঠলো পাকিস্তান।
৮ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থস্থানে আছে যথাক্রমে- নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। পাকিস্তানের সমান ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে আছে আফগানিস্তান।
পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের লিগ পর্ব থেকে বিদায় নিশ্চিত হলো বাংলাদেশের। টানা ষষ্ঠ হারে ৭ খেলায় ২ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের নবম স্থানে থাকল বাংলাদেশ।
৬ খেলায় ২ পয়েন্ট আছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডেরও। কিন্তু রান রেটে পিছিয়ে টেবিলের তলানিতে ইংলিশরা।
মাহমুদুল্লাহ রিয়াদের হাফ-সেঞ্চুরিতেও নিজেদের সপ্তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৪৫ দশমিক ১ ওভারে ২০৪ রানে অলআউট হয় বাংলাদেশ। পাঁচ নম্বরে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন মাহমুদুল্লাহ।
জবাবে আব্দুল্লাহ শফিকের ৬৮ ও ম্যাচ সেরা নির্বাচিত হওয়া ফখর জামানের ৮১ রানের কল্যাণে ১০৫ বল বাকী রেখে জয়ের লক্ষে পৌঁছে পাকিস্তান। এই নিয়ে চতুর্থবার বিশ্বকাপে একশর বেশি বল বাকি রেখে ম্যাচ জিতল পাকিস্তান।
GIPHY App Key not set. Please check settings