in ,

ফ্রান্স দর্পণের দশকপূর্তি উপলক্ষে প্রবাসী গুণীদের স্বীকৃতি

সাইফুল ইসলাম রনি, প্যারিস

ইউরোপ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অন্যতম গণমাধ্যম ফ্রান্স দর্পণ উদযাপন করল তাদের গৌরবময় ১০ বছর পূর্তি ও বহুল প্রত্যাশিত কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠান। রঙিন আয়োজন, প্রবাসীদের উচ্ছ্বাস ও সম্মাননার এক স্মরণীয় সন্ধ্যায় পরিণত হয় এই অনুষ্ঠান।

প্যারিসের একটি অভিজাত হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স ও ইউরোপের বিভিন্ন শহরের সাংবাদিক, কমিউনিটি নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং অসংখ্য প্রবাসী বাংলাদেশি। ফ্রান্স দর্পণে নির্বাহী সম্পাদক ফেরদৌস করিম আখঞ্জী ও ইশারাত মেঘলার সঞ্চালনায় পবিত্র কুরআন তেলয়াত এবং জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয়। পরে উদ্বোধনী বক্তব্যে ফ্রান্স দর্পণের সম্পাদক বলেন— “দশ বছরের পথচলায় আমরা সবসময় প্রবাসীদের কথা বলেছি, তাঁদের সাফল্য তুলে ধরেছি এবং ইতিবাচক সংবাদ পরিবেশনের চেষ্টা করেছি। আগামী দিনেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। এছাড়া প্রধান অতিথি হিসাবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন স্কটল্যান্ডের পার্লামেন্টের এমপি ফয়সল চৌধুরী, প্রধান বক্তা ও বিশেষ অতিথি ব্যারিস্টার নজির আহমেদ, বিশেষ অতিথি  বিশিষ্ট সাংবাদিক বিবিসি ওয়ার্ল্ড মোহাজ্জেম হসেন, বিশেষ অতিথি ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জুনায়েদ আহমেদ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও প্রবীন ফ্রান্স কমিউনিটি ব্যক্তিত্ব হাসনাত জাহান, মোজ্জামেল হক, প্রকাশক মিয়া মাসুদ, এম ডি নূর, রাজনীতিবিদ মিল্টন সরকার, ফারুক আহমেদ, মামুন মিয়া, শাহিন আরমান চৌধুরী, নাজমুল কবির, ফ্রান্স ক্রিকেটে বোর্ডের সদস্য সোনিয়া জামান প্রমুখ।   

অনুষ্ঠানে কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয় প্রবাসী সমাজে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের হাতে। সংস্কৃতি, সমাজসেবা, ইসলামী ও নৈতিকতা শিক্ষা, উদ্যোক্তা, ক্রীড়া  উন্নয়নসহ একাধিক বিভাগে এই সম্মাননা দেওয়া হয়। ইসলামী ও নৈতিকতা শিক্ষা ক্যাটাগরিতে বদরুল বিন হারুন এমসিসি ইনিস্টিউটের প্রিন্সিপাল, বর্ষ সেরা সামাজিক সংগঠন ক্যাটাগরিতে বিসিএফ, বর্ষ সেরা নারী অধিকার কর্মী ক্যাটাগরিতে বিকশিত নারী সংঘের সভানেত্রী সৈয়দা তাওফিকা সাহেদ, বর্ষ সেরা ব্যবসায়ী উদ্যোক্তা ক্যাটাগরিতে মো: ফেরদৌস রহমান এবং বর্ষ সেরা ক্রীড়াবিদ হিসাবে নাজিবুল্লাহ পিয়াস। পুরস্কারপ্রাপ্তরা তাঁদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এই স্বীকৃতি তাঁদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে।

সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় গান, সংগীত শিল্পী প্রিয়ন্তি এবং মৌসুমি চক্রবর্তী গান গেয়ে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।

অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আয়োজক কমিটির পক্ষ থেকে ফ্রান্স দর্পণের নির্বাহী সম্পাদক ফেরদৌস করিম আখঞ্জী , তিনি ধন্যবাদ জানান উপস্থিত সকল অতিথি, স্পন্সর ও শুভানুধ্যায়ীদের। তিনি বলেন— “এই দশ বছরের অর্জন আমাদের সবার। আমরা চাই, ফ্রান্স দর্পণ শুধু একটি সংবাদ মাধ্যম নয়, বরং প্রবাসীদের হৃদয়ের কণ্ঠস্বর হয়ে থাকুক।” প্রবাসী কমিউনিটির ইতিহাসে এই অনুষ্ঠান হয়ে থাকবে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings