in

ফ্রান্সে ৮ বাংলাদেশির বিরুদ্ধে মানহানির মামলা

ফাইল ছবি

ফ্রান্স প্রতিনিধি:

ফ্রান্সে ৮ জন প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তির মাধ্যমে সম্মানহানিকর তথ্য প্রচার ও কুৎসা রটনার অভিযোগে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক কাজী এনায়েত উল্লাহ মামলাটি দায়ের করেন।

প্যারিস পুলিশের ১৮তম অ্যারোন্ডিসমেন্ট থানায় (CSP DU 18EME ARRONDISSEMENT DE PARIS) এ মামলার রেকর্ড নথিভুক্ত করা হয়। মামলার নম্বর হলো PV n° 01839/2025/015333।

অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন: কবির হোসেন, আর এম খান বাবু, ইসমাইল হোসেন, দেলোয়ার খান, মীর জাহান, জাহিদ খান, মোহাম্মদ মিঠু এবং আর কে মোশিউর।

প্রসঙ্গত, ফরাসি পুলিশি নথিতে অভিযোগের ধরণ হিসেবে উল্লেখ করা হয়েছে— “Diffamation envers particulier par parole écrit image ou moyen de communication par voie électronique” অর্থাৎ ইলেকট্রনিক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখিত, মৌখিক বা চিত্র ব্যবহার করে ব্যক্তিকে মানহানি করা।

এ মামলার তদন্ত এখন প্যারিসের বিচারিক ট্রাইব্যুনালে প্রেরিত হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings