প্যারিসের অদূরে লাকুরনভে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ফ্রান্স শাখা মহান বিজয় দিবস উদযাপন করেছে।
রোববার স্থানীয় সময় বিকেল ৪টায় হোটেল দ্যু ভিল লাকুরনভ মেরির সম্মেলন কেন্দ্রে বিজয় দিবস উদযাপনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সঙ্গে এএসসিআইবিএফ-ফ্রেঞ্চ বাংলা স্কুলও অনুষ্ঠানের আয়োজক।

আয়োজনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জামিরুল ইসলাম মিয়া জামিল। পরিচালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনি।
অনুষ্ঠানের প্রথমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে ফ্রেঞ্চ বাংলা স্কুলের ছাত্র শরীফ আল কাতিব, গীতা পাঠ করে পার্থিব রাজ ও ত্রিপিটক পাঠ করেন শ্রমৎ বিজয়নন্দ থের। তারপর ফ্রেঞ্চ বাংলা স্কুলের ছাত্রছাত্রীদের যৌথ পরিচালনায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

স্বাধীনতার মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ধ্যান কেন্দ্রের মেডিটেশন শিক্ষক ড. বরসমবোধি মহাথের। বিশেষ অতিথি ছিলেন স্টিফেনব ট্রোসেল, লাকুরনভ মেরির প্রতিনিধি মনসিউর ওউমারাও ডকুরে, মনসিউর দিদিআর ব্রোচে, সৈয়দ আনজুম।
মুক্তিযোদ্ধা সংগতি পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি ফাতেমা খাতুন, বাবু বলরাম রাজ, দেব দুলাল চৌধুরী, অজয় দাস প্রচার সম্পাদক মিঠু নন্দী, সহ-প্রচার সম্পাদক আকাশ বড়ুয়া, ক্রীড়া সম্পাদক ইয়াসিন হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা ফরহাদ হোসেন, সম্মানিত সদস্য সুমা দাস, বাদল পাল প্রশান্ত, সাংবাদিক রাসেল আহমেদ, সাথী রানী মজুমদার, মোহাম্মদ মামুন মিয়া।
এ ছাড়া ফ্রান্স আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সদস্য, ফ্রেঞ্চ বাংলা স্কুলের শিক্ষক ও শিক্ষিকা, অভিভাবক, সাংবাদিক, মুক্তিযোদ্ধার সন্তানরাসহ স্থানীয় সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

দ্বিতীয় পর্বে স্কুলের ছাত্রছাত্রী শ্রেষ্ঠা নন্দী, পার্থিব রাজ সঞ্চালনায় বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এবং অনুষ্ঠান শেষে বাচ্চাদের মাঝে পুরস্কার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জামিরুল ইসলামের সহধর্মিনী ও স্কুলের পরিচালক ফাতেমা খাতুন।
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জামিরুল ইসলাম মিয়া জামিল মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে জেগে উঠার আহ্বান জানান এবং যারা বিদেশের মাটিতে বাংলাদেশ তথা স্বাধীনতার বিপক্ষে, মুক্তিযোদ্ধাদের নিয়ে কূরুচিপূর্ণ মন্তব্য ও মিথ্যা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন।
GIPHY App Key not set. Please check settings