in

ফ্রান্সে মাইটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্রান্সে মাইটিভির প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন

সাইফুল ইসলাম রনি, প্যারিস (ফ্রান্স)

সৃষ্টিতে বিস্ময় স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণে আলোচনা সভা ও কেক কেটে ফ্রান্সের প্যারিসে মাইটিভির জন্মদিন পালন করা হয়েছে।

এ উপলক্ষে মাই টিভি পরিবার ফ্রান্সের উদ্যোগে শনিবার সন্ধ্যায় প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাই টিভির ফ্রান্স প্রতিনিধি বাদল পালের সভাপতিত্বে এবং সাংবাদিক শাবুল আহমেদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন এনটিভি ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন।

অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, এনার্জি এন্ড পাওয়ার পত্রিকার সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন, রংবেরঙ পত্রিকার সম্পাদক আফরোজা আখতার পারভীন, ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ, ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন (শাহ আলম), অনলাইন নিউজ পোর্টাল আমাদের কথার প্রকাশক ফাতেমা খাতুন মরিয়ম, ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক শুভ্রত ভট্টাচার্য শুভ, ঘাতক দালাল নির্মূল কমিটি ফ্রান্সে সভাপতি ও চলচ্চিত্র নির্মাতা প্রকাশ রায়, সাধারণ সম্পাদক অধ্যাপক অপু আলম, বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতি ফ্রান্সের সভাপতি শাহীন আরমান চৌধুরী, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি মোঃ ফয়সাল উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফ্রান্সের সদস্য সচিব এম আলী চৌধুরী, ফ্রান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা শেলু, মির্জা গ্রুপের চেয়ারম্যান মির্জা মাজহারুল ইসলাম, দেশী অটো ইকুলের চেয়ারম্যান ইয়াকুব আলী প্রধান, ফ্রান্স দর্পন পত্রিকার নির্বাহী সম্পাদক ও নিউজ২৪ চ্যানেলের প্রতিনিধি ফেরদৌস করিম আখঞ্জী, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নাগরিক টিভির প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুল, ডিবিসি নিউজের ইউরোপ প্রতিনিধি ও ইংরেজি দৈনিক ‘ডেইলি ম্যাসেঞ্জার’ পত্রিকার প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর। অনলাইন নিউজ পোর্টাল মতামত পত্রিকার সম্পাদক চৌধুরী মারুফ অমিত, টাইমস টিভির প্রতিনিধি কামরুল ইসলাম, ব্যবসায়ী আরিফুজ্জামান, নাসিম আহমেদ, আরিফ হোসেন, সাইদুল ইসলাম, অবিরাম বাংলা ডটকমের প্রতিনিধি জান-ই-আলম ও সিলেট বাণী পত্রিকার প্রাক্তণ উপসম্পাদক মোঃ হাফিজুর রহমান প্রমুখ।

এছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, সাংবাদিক ও ব্যবসায়ী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত সকলেই মাই টিভির জন্মদিনের শুভেচ্ছা জানান এবং উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings