in

ফ্রান্সে বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফ্রান্সে বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাইফুল ইসলাম রনি

প্যারিসে প্রবাসী বিয়ানীবাজারবাসীদের সংগঠন বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি, ফ্রান্স এর উদ্যোগে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রমজানের সিয়াম, সংযম ও ভ্রাতৃত্বের চেতনাকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

সংগঠনের সাধারণ সম্পাদক সুমন আহমেদ এর সঞ্চালনায়া এবং সভাপতি আহমেদ খালেদ মুসার সভাপতিত্ত্বে ইফতার মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক পারভেজ হোসেন, আলী আহমেদ, আবুল হাসেম সহ সাংগঠনিক, মোয়াজ্জেম হোসেন কামাল, হেলাল উদ্দিন, কথা সাহিত্যিক লোকমান আহমেদ আপন ও মনাই ভাই প্রমুখ। বক্তারা বলেন, প্রবাসে একে অপরের পাশে দাঁড়ানো, সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা ও ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব অপরিসীম। বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সে প্রবাসীদের কল্যাণে যে ভূমিকা রেখে চলেছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ মোনাজাতের মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের সমৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশিদের সুখ-সমৃদ্ধি কামনা করা হয়। ইফতার শেষে অতিথিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা ও শুভেচ্ছা বিনিময় হয়। ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় করতে এই ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings

65525