in ,

ফ্রান্সে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্যারিস প্রতিনিধি:

ফ্রান্সে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্যারিসের বাংলাদেশ কমিউনিটি মসজিদ ‘স্তা’য় অনুষ্ঠিত এ আয়োজনে ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল এবং কেক কাটার মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীদের মিলনমেলা। সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক এম এ তাহেরের সঞ্চালনায় এবং সাবেক সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে পুরো অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। তিনি তাঁর বক্তব্যে প্রবাসে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন।

বক্তারা তাদের আলোচনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও অবদান তুলে ধরেন। একই সঙ্গে তাঁরা গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এছাড়া তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, বাংলাদেশের স্বাধীনতা-উত্তর পুনর্গঠন প্রক্রিয়ায় তাঁর ভূমিকা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সংগ্রামের কথা স্মরণ করেন।

তাঁরা বলেন, বাংলাদেশে গণতন্ত্র রক্ষা ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে প্রবাসীদের ঐক্য ও সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভক্তি নয়, বরং ঐক্যবদ্ধ প্রচেষ্টা-ই হতে হবে আগামী দিনের মূল ভিত্তি।

অনুষ্ঠানে সাবেক কমিটির শীর্ষ নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বুলু মিয়া, সিরাজুল ইসলাম, রুহুল আমীন আব্দুল্লাহ, মোহাম্মদ ইলিয়াস কাজল, আব্দুর রহিম, কবির হোসেন পাটওয়ারি, শাহ জামাল, রেজাউল করিম, জুনায়েদ আহমেদ, মিল্টন সরকার, কাউসার আহমেদ, লায়েক আহমেদ তালুকদার, জিসাদ রহমান, নাজিম আহমেদসহ প্রমুখ।

দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক ভবিষ্যত ও প্রবাসীদের কল্যাণের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

ফ্রান্সে বিএনপির এ আয়োজন শুধু একটি সাংগঠনিক অনুষ্ঠান নয়, বরং প্রবাসে রাজনৈতিক ঐক্য, দেশের প্রতি টান এবং গণতান্ত্রিক ভবিষ্যতের প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছে। বিশেষ করে তরুণ প্রজন্ম ও নতুন প্রবাসীদের সম্পৃক্ততা ভবিষ্যতের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতারা।

শেষে কেক কেটে দলীয় নেতাকর্মীরা আনন্দঘন পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings