in

ফ্রান্সের প্যারিসে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশিদের ঈদ বাজার ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম (রনি) প্যারিস,ফ্রান্স

ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫তম বারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশিদের ঈদ বাজার ও বাণিজ্য মেলা। মেলাটি স্থানীয় বাংলাদেশি কমিউনিটির ব্যবসায়ীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। এতে দেশীয় পোশাক, গয়না, প্রসাধনী, খাবারসহ নানা পণ্য নিয়ে অংশ নেন ব্যবসায়ীরা। ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি মেলাটিকে এক মিলনমেলায় পরিণত করে।

গতকাল ২৩ মার্চ তারিখে প্যারিসের প্রান প্রানকেন্দ্র রিপাবলিক চত্বরে মেলাটি অনুষ্ঠিত হয়। স্থানীয় বাংলাদেশি সংগঠন সাফ এটি আয়োজন করে। আয়োজকদের মতে, এই মেলার মূল উদ্দেশ্য ছিল প্রবাসী বাংলাদেশিদের ঈদের কেনাকাটায় দেশীয় পণ্যের সুবিধা দেওয়া ও ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করা।

মেলায় প্রায় ৫০টির অধিক স্টল ছিল, যেখানে বাংলাদেশি ঐতিহ্যবাহী পোশাক (শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার কামিজ), হাতে তৈরি গয়না, মিষ্টি, শুঁটকি, মসলাসহ বিভিন্ন পণ্য বিক্রি হয়েছে। বিশেষ করে, ঢাকাই জামদানি, রাজশাহীর সিল্ক, চট্টগ্রামের শুটকি ও নকশিকাঁথা ব্যাপক সাড়া ফেলে।

এছাড়া মেলায় ছিল বাংলাদেশি খাবারের স্টল, যেখানে পিঠা, ফুচকা, হালিম, বিরিয়ানি ও অন্যান্য দেশীয় খাবারের স্বাদ নিতে উপচে পড়া ভিড় দেখা যায়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। তারা মেলার ভূয়সী প্রশংসা করে বলেন, “এ ধরনের আয়োজন প্রবাসে বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি ব্যবসায়ীদের জন্য বড় সুযোগ তৈরি করে।”
মেলার আরেকটি আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা বাংলাদেশি গান পরিবেশন করেন। শিশুদের জন্য আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিভিন্ন মজার খেলা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings