
আন্তর্জাতিক ডেস্ক: ১৮ সেপ্টেম্বর ২০২৫
ফ্রান্সজুড়ে সরকার ঘোষিত বাজেট কাটছাঁট ও অর্থনৈতিক নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবে শুরু হলেও এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে অন্তত ১৮১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশটির রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে শ্রমিক ইউনিয়ন ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের ডাক দেওয়া ধর্মঘট ও মিছিলে লাখো মানুষ অংশ নেয়। আয়োজকদের দাবি, সারা দেশে প্রায় ১০ লাখ মানুষ বিক্ষোভ করেছে; তবে সরকারের হিসাবে এই সংখ্যা ছিল প্রায় ৪ লাখ ৫০ হাজার।

প্যারিসে বিক্ষোভ চলাকালে কয়েকটি এলাকায় ভাঙচুর ও নাশকতার ঘটনা ঘটে। Boulevard Voltaire ও Place de la Nation এলাকায় বিক্ষোভকারীরা পুলিশের ওপর বোতল-পাথর নিক্ষেপ করলে পুলিশ টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের মধ্যে পুলিশ সদস্য, বিক্ষোভকারী ও এক সাংবাদিকও রয়েছেন।
বিক্ষোভ-সংঘর্ষে জনজীবনে ব্যপক প্রভাব পরে রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে গণপরিবহন ব্যবস্থা ব্যাহত হয়। মেট্রো ও ট্রেন চলাচল আংশিকভাবে বন্ধ থাকে। স্কুল-কলেজেও পাঠদান বন্ধ হয়ে যায়, স্বাস্থ্যসেবায়ও প্রভাব পড়ে কারণ ডাক্তার ও নার্সসহ স্বাস্থ্যকর্মীরাও ধর্মঘটে অংশ নেন।
ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকরনু জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “জনগণের দাবি আলোচনার কেন্দ্রেই রয়েছে। আমরা সমাধানের পথে এগোতে চাই।”
ফ্রান্সে বাজেট সংকোচনের প্রতিবাদে এই ব্যাপক আন্দোলন প্রমাণ করে, জনগণের মধ্যে অর্থনৈতিক অনিশ্চয়তা ও ব্যয়বৃদ্ধি নিয়ে তীব্র অসন্তোষ বিরাজ করছে। সরকার যদি দ্রুত সমাধানে না আসে, তবে আগামী দিনগুলোতে আরও বৃহত্তর বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে।
GIPHY App Key not set. Please check settings