in

‘ফেডারেশন অফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন ইন পোল্যান্ড’ -এর যাত্রা শুরু

‘ফেডারেশন অফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন ইন পোল্যান্ড’ -এর যাত্রা শুরু

পোল্যান্ডে এক মতবিনিময় সভার মাধ্যমে যাত্রা শুরু করলো ফেডারেশন অফ বাংলাদেশ বিজনেস এ্যাসোসিয়েসন ইন পোল্যান্ড।

সম্প্রতি রাজধানী ওয়ারশোর হোটেল গ্ৰিন গার্ডেনের সেমিনার কক্ষে বিশিষ্ট ব্যবসায়ী শেখ এরশাদুর রহমানের সভাপতিত্বে এবং মাসুদুর রহমান তুহিন ও দেলোয়ার হোসেনের অপুর সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় দেড় শতাধিক ব্যবসায়ী অংশ নেন।

এ সভায় ব্যাবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিশদভাবে আলোচনা করেন।

এ ছাড়া পোল্যন্ডের বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল উইং স্থাপন এবং বাংলাদেশে পোল্যন্ডের দূতাবাস স্থাপনসহ বাংলাদেশ থেকে পণ্য আমদানি সহজীকরণের বিষয়ে বক্তারা বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

অনুষ্ঠানে ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন মমিনুল হক, হাসান আব্দুল কাইয়ুম, সিদ্দিকুর রহমান, শরীফ আহমেদ, শাজাহান সরকার, মো. সোহেল, আশরাফুল ইসলাম, নাজমুল হাসান, ইকবাল হোসেন, হামিদুল ইসলাম চৌধুরী মুরাদ, নওশাদ বাবু, মো. মিলন, আফজাল হোসেন, মো. পারভেজ, আবিদ পারভেজ, সাইফুল ইসলাম মিনাল, সাইদুর রহমান সায়েম, দাশ সজল, আনোয়ার জাহিদ খান, জিয়াউল হক জিয়া, শাহিন মন্ডল, শাফায়েত হোসেন, জাহিদ মুরাদ, আনিসুর রহমান, আরিফ হোসেন, মুকুল হোসেন, শফিকুল ইসলাম মন্ডল, ঈসমাইল হোসেন, আমিনুল ইসলাম অভি, মুক্তার হোসাইনসহ আরো অনেকে।

এ সভায় আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করার লক্ষ্যে ১১ সদস্য বিশিষ্ট একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

পরিশেষে নৈশভোজের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings