প্রত্যক্ষভাবে ফিলিস্তিনি জনগণের উপকার করে এমন সাহায্য স্থগিত করার পক্ষে নয় ফ্রান্স, এমনটাই বলছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
গেল মঙ্গলবার এক বিবৃতিতে, হামাসের হামলার পর ফিলিস্তিনিদের জন্য ইউরোপীয় ইউনিয়নের সহায়তা প্রদান স্থগিত করা হবে বলে কমিশনের এক কর্মকর্তার মন্তব্যের পর ইউরোপীয় কমিশনের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করে এ কোথা জানায় ফ্রান্স।
পরবর্তীতে নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে ইইউ। তারা জানায় যে অর্থ প্রদান বন্ধ করা হবে না, তবে ফিলিস্তিনের জন্য ইইউ-এর সহায়তার জরুরি পর্যালোচনা করছে।
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত আজ ষষ্ঠ দিন বৃহস্পতিবারও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলার পর গাজা উপত্যকা অবরুদ্ধ করে সেখানে টানা বোমাবর্ষণ করছে ইসরায়েলি বাহিনী।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আজ বৃহস্পতিবার ইসরায়েল সফরে গিয়ে দেশটির প্রতি অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।
ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩০০ জনে দাঁড়িয়েছে। অপর দিকে গাজায় ইসরায়েলি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। সেখানে বাস্তুচ্যুত হয়েছে ৩ লাখ ৩৮ হাজার মানুষ।
গাজায় ভয়ানক পরিস্থিতি তৈরি হবে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
GIPHY App Key not set. Please check settings