প্রথম বাংলাদেশি আম্পয়ার হিসেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত। বিশ্ব ক্রিকেটের নির্বাহি সংস্থাটি তাদের বার্ষিক পর্যালোচনা ও নির্বাচন প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে।
আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইসিসি জেনালেল ম্যানেজার (ক্রিকেট) ওয়াসিম খান, সাবেক খেলোয়াড় ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার, নিউজিল্যান্ডের অবসরপপ্রাপ্ত আম্পায়ার টনি হিল এবং বিশেষজ্ঞ পরামর্শক মাইক রিলির সমন্বয়ে গঠিত প্যানেল সৈকতকে এলিট প্যানেলে অন্তর্ভুক্ত করে। এর আগে এমিরেটস আইসিসি ইন্টারন্যাশনাল আম্পায়ার প্যানেলের সদস্য ছিলেন সৈকত।
২০০৬ সাল থেকে ইন্টারন্যাশনাল প্যানেলের সদস্য সৈকত ২০১০ সালের জানুয়ারিতে মিরপুরে বাংলাদেশ- শ্রীলঙ্কার মধ্যকার একটি ওয়ানডে ম্যাচে প্রথমবার আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন।
আম্পায়ার হিসেবে সৈকত এ পর্যন্ত পুরুষদের ১০টি টেস্ট, ৬৩ ওয়ানডে এবং ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি নারী ক্রিকেটে ১৩টি ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচও পরিচালনা করেছেন।
২০১৭ ও ২০২১ নারী ক্রিকেট বিশ্বকাপ, ২০২৩ পুরুষ বিশ্বকাপ এবং ২০১৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছেন সৈকত।
GIPHY App Key not set. Please check settings