আসন্ন অলিম্পিক গেমসে স্বেচ্ছাসেবক হিসেবে ডাক পেলেন মাদারীপুরের সাইফুল ইসলাম রনি। তিনি বর্তমানে ফ্রান্সের প্যারিসে রয়েছেন।
সাইফুল ইসলাম রনি ফ্রান্সবিডিনিউজ২৪ এর স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে কাজ করছেন।
‘বিগেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক গেমসের ৩৩তম আসর বসছে ফ্রান্সে। এরইমধ্যে নানা আয়োজন নিয়ে প্রস্তুত ফ্রান্স, প্রস্তুত আয়োজক শহর প্যারিস।
ক্ষণগণনায় আইফেল টাওয়ার ও সিন নদীর মাঝে বসানো হয়েছে একটি বিশেষ ঘড়ি। এ নদীর তীরেই হবে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। ২৬ জুলাই শুরু হতে যাওয়া এবারের আসরের পর্দা নামবে ১১ আগস্ট।
অলিম্পিক, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমসের মতো আসরগুলো কেন্দ্রীভূত হয় একটি স্টেডিয়ামকে ঘিরে। সেখানেই হয় উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান। তবে এবার ব্যতিক্রম প্যারিস। প্রথমবারের মতো মূল স্টেডিয়ামের বাইরে আসরের উদ্বোধন হবে।
GIPHY App Key not set. Please check settings