
প্যারিস, ১৪ অক্টোবর:
ফ্রান্সের রাজধানী প্যারিসে ২০৩২ সালে উদ্বোধন হতে যাচ্ছে একটি অত্যাধুনিক নগর পরিবহন জাদুঘর (Paris Urban Transport Museum)। এই জাদুঘরটি প্যারিস শহরের শতবর্ষী গণপরিবহন ইতিহাস, প্রযুক্তিগত উন্নয়ন এবং নগরজীবনের বিবর্তনকে একত্রে তুলে ধরবে।
জাদুঘরটি নির্মাণ করছে RATP Group, যারা প্যারিসের গণপরিবহন ব্যবস্থা পরিচালনা করে। প্রকল্পটির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং ধারণা করা হচ্ছে এটি হবে ইউরোপের অন্যতম বৃহত্তম পরিবহন বিষয়ক জাদুঘর।

নতুন এই জাদুঘরে থাকবে পুরোনো ট্রাম, মেট্রো কোচ, বাস এবং ঐতিহাসিক নকশার প্রদর্শনী। পাশাপাশি, দর্শনার্থীরা ভার্চুয়াল রিয়েলিটি ও ইন্টারঅ্যাকটিভ প্রদর্শনীর মাধ্যমে প্যারিসের পরিবহন ব্যবস্থার অতীত থেকে ভবিষ্যতের যাত্রা অনুভব করতে পারবেন।
RATP কর্তৃপক্ষ জানিয়েছে, এই জাদুঘরটি শুধু পরিবহনপ্রেমীদের জন্য নয়, বরং নগর পরিকল্পনা, প্রকৌশল ও সংস্কৃতির গবেষকদের জন্যও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে।
নগর পরিবহন জাদুঘরের উদ্বোধন প্যারিসবাসীর কাছে শহরের টেকসই উন্নয়ন ও ইতিহাসের সঙ্গে সংযোগের এক নতুন অধ্যায় যোগ করবে বলে আশা করা হচ্ছে।
GIPHY App Key not set. Please check settings