in

প্যারিসে হামলার শিকার প্রবাসী বাংলাদেশি

সাইফুল ইসলাম রনি, প্যারিস: ফ্রান্সে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বাংলাদেশি প্রবাসী সুমন সিকদার।

সোমবার (২ ডিসেম্বর) রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে স্থানীয় সময় রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তিনি প্যারিসের পোর্ত দ্য লিলাস এলাকায় হামলার শিকার হন।

বর্তমানে প্রবাসী সুমন সিকদার প্যারিসের একটি হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে রাস্তার পথচারীদের ফোন পেয়ে পুলিশ এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়।

তারা সুমনকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সুমনের মোবাইল এখন পুলিশের হেফাজতে রয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন।

হামলার ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, বাংলাদেশি প্রবাসীদের ওপর বারবার হামলার ঘটনা ঘটলেও প্যারিস প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। তারা এ বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সুমনের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার বুরুনডা ইউনিয়নে। তার বাবা আইয়ুব আলী শিকদার।

দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে সুমন প্যারিসে বসবাস করছেন এবং একটি রেস্তোরাঁয় কাজ করতেন। তার স্ত্রী, এক মেয়ে এবং মাত্র দুই মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

সুমনের পরিবার এবং নিকট আত্মীয়রা হামলাকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings