২২ জুন ২০২৫ | আন্তর্জাতিক ডেস্ক | প্যারিস প্রতিনিধি

ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশি সংস্কৃতির প্রাণের উৎসব বৈশাখী বাংলা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্বরলিপি শিল্পীগোষ্ঠী ফ্রান্স-এর আয়োজনে গতকাল রবিবার এই বর্ণিল আয়োজনটি অনুষ্ঠিত হয় প্যারিসের প্লাস দ্যা ফ্যাতে।
বাংলাদেশের প্রাণের উৎসব পয়লা বৈশাখকে ঘিরে আয়োজিত এই মেলায় ছিল বিভিন্ন ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবার, হস্তশিল্প এবং পোশাক ও শিশুদের খেলাদুলার সামগ্রীর স্টল। অনুষ্ঠানের শুরুতে ছিলো বিভিন্ন রংবেরঙের কাটুন, ফেস্টুন, মুখোশ দিয়ে বৈশাখী সাজে আনন্দ শোভা যাত্রা এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

যেখানে স্বরলিপির শিল্পীরা ছাড়াও বাংলাদেশ থেকে আগত শিল্পী ও ফ্রান্স প্রবাসী প্রথিতযশা শিল্পীরা এতে অংশগ্রহণ করেন। পরিবেশিত হয় দেশের গান, বাউল সংগীত, লোকসংগীত, আধুনিক এবং নৃত্য।
অনুষ্ঠানের শুরুতে স্বরলিপি শিল্পীগোষ্ঠীর প্রধান ইমদাদুল হক স্বপন ও সাধারণ সম্পাদক মনসুর আহমেদ স্বরলিপি শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা, সংগঠনের সদস্য, আগত অতিথি এবং অনুষ্ঠানের স্পনসরদের পরিচ করিয়ে দেন। পরে স্বরলিপির পক্ষ থেকে সমাজে বিশেষ অবদান রাখার জন্য বেশ কয়েকজন কে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এছাড়া সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রধান অতিথি কাজী এনায়েত উল্লাহ ইনু, বিশেষ অতিথি সাত্তার আলীর সুমন- শাহ আলম, সেলিম আহমেদ, প্যারিস ১৯ এর ম্যারীর প্রতিনিধি বক্তব্য রাখেন। বক্ত্যারা বলেন- “আমরা বৈশাখকে শুধু উৎসব নয়, প্রবাসে বাঙালিয়ানার আত্মপরিচয়ের উৎস হিসেবেও দেখি। এই আয়োজন প্রজন্মের সঙ্গে সংস্কৃতির যোগসূত্র গড়ার প্রয়াস।”

অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনেক বিদেশীদের অনুষ্ঠান এবং মেলায় দেখা যায়। অনুষ্ঠানে আগত দর্শনার্থীরা আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন- “এ ধরনের উদ্যোগ আমাদের সংস্কৃতিকে বিশ্বদর্শনের অংশ করে তোলে।”
মেলায় আগত একজন দর্শনার্থীরা বলেন, “এখানে এসে মনে হয়েছে যেন ঢাকার কোনো বৈশাখী মেলায় হাঁটছি। প্রবাসে থেকেও বাংলা সংস্কৃতি এমনভাবে উপস্থাপন করায় আমরা অভিভূত।”
বাংলা মেলায় অংশগ্রহণকারী এবং দর্শকদের রঙিন পোশাক, হাসিমুখ, এবং আনন্দঘন মুহূর্ত ছিল চোখে পড়ার মতো। সবার মুখেই ছিল “এসো হে বৈশাখ” এর সুর।
অনুষ্ঠানের শেষে ছিলো র্যাফেল ড্র এতে প্রথম পুরস্কার ছিলো প্যারিস- ঢাকা বিমান টিকেট, টেলিভিশন, প্যাড, মোবাইল সহ ৫টি পুরস্কার।
স্বরলিপি শিল্পীগোষ্ঠী ফ্রান্স-এর এই আয়োজন প্রমাণ করে, প্রবাসে থেকেও বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে গভীর ভালোবাসা ও আন্তরিকতায় ধরে রাখা যায়। এই উৎসব শুধু একটি দিন নয় — এটি প্রবাসে বাঙালির সংস্কৃতির চর্চা ও পরিচয়ের মঞ্চ।
GIPHY App Key not set. Please check settings