in

প্যারিসে ষষ্ঠবারের মতো বিসিএফ রিইউনিয়ন অ্যান্ড স্টুডেন্টস অ্যাওয়ার্ড প্রদান

সাইফুল ইসলাম (রনি), প্যারিস, ফ্রান্স

বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্সের (বিসিএফ) উদ্যোগে ষষ্ঠবারের মতো প্যারিসের একটি হলে বিসিএফ রিইউনিয়ন অ্যান্ড স্টুডেন্টস অ্যাওয়ার্ড সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিসিএফ স্বপ্ন দেখায়, স্বপ্ন বাস্তবায়নে কাজ করে—এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেধা, শ্রম ও দক্ষতা দিয়ে ফরাসি মূলধারায় নিজেদের অবস্থান তুলে ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশিরা। শিক্ষা, চিকিৎসা, প্রকৌশল, আইন, প্রশাসন—এমনকি বিশ্বখ্যাত বহুজাতিক কোম্পানিগুলোতেও বাংলাদেশি ছেলেমেয়েদের সমান পদচারণা রয়েছে।

বিশেষ করে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটির এ প্রজন্ম নিজেদের অবস্থান দৃঢ়ভাবে মেলে ধরতে সক্ষম হচ্ছে। এদের মধ্যে অনেকে ফরাসি মূলধারার পাশাপাশি বাংলাদেশি কমিউনিটিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এসব মেধাবী ও গুণীজনদের সম্মাননা জানিয়েছে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)।

এই অনুষ্ঠানের মাধ্যমে ফ্রান্সে ব্যাচেলর, লিসেন্স, মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ে পড়াশোনা করা মোট ২০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া পেশাগতভাবে সফল ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানের সূচনা হয় আরশী চৌধুরীর ভায়োলিনে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিসিএফ-এর প্রেসিডেন্ট এমডি নূর। প্রেরণামূলক বক্তব্য দেন দিয়ান আশ্রাফুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জহিরুল রানা ও তানিয়া রহমান।

এতে প্রধান অতিথি ছিলেন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের উপ-মিশন প্রধান জনাব কাজী এহসানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান (এনডিসি) এবং দূতাবাসের প্রধান ওয়ালিদ বিন কাশেম। তারা সংবর্ধনাপ্রাপ্তদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন।

এবারের অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয় একজন সংগীতশিল্পীকে। এছাড়া প্রথমবারের মতো ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটিতে নানা খাতে সফল ব্যক্তিদের, সামাজিক সংগঠন এবং প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

জমকালো এই অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক, রাজনৈতিক দল, ব্যবসায়ী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে ছিল সাংস্কৃতিক পর্ব। এতে গান পরিবেশন করেন সোমা দাস এবং মৌসুমী চক্রবর্তী।

অনুষ্ঠানের স্পন্সর তথা আর্থিক পৃষ্ঠপোষকদের পরিচয় করিয়ে দেন বিসিএফ-এর প্রেসিডেন্ট এমডি নূর। সমাপনী বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি মোজাম্মেল মিয়া।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings