in

প্যারিসে প্রথম স্থায়ী শহীদ মিনারের উদ্বোধন ৮ অক্টোবর

ফ্রান্স প্যারিস

ফ্রান্সের রাজধানী প্যারিসে নির্মিত প্রথম স্থায়ী শহীদ মিনারের উদ্বোধন হতে যাচ্ছে আগামী ৮ অক্টোবর। শুক্রবার (২২ সেপ্টেম্বর) প্যারিসের স্থানীয় আয়েবা সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন শহরটিতে প্রথম স্থায়ী শহীদ মিনার তৈরির উদ্যোক্তারা।

সংবাদ সম্মেলনে তারা জানান, ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারিতে স্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারবেন প্রবাসীরা। প্যারিসের বিখ্যাত সেইন্ট ডেনিস ইউনিভার্সিটির বার্নার্ড মারি স্কয়ারে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নির্মিত হয়েছে এই স্মৃতিস্তম্ভ। দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আগামী ৮ অক্টোবর উদ্বোধন হবে নবনির্মিত শহীদ মিনার।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কাজী এনায়েত উল্লাহ, উদ্যোক্তা স্বরুপ সদিউল এবং সমন্বয়ক টিএম রেজা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সালেহ আহমদ চৌধুরী, ফ্রান্সে একুশ উদযাপন পরিষদের আহ্বায়ক শুভ্রত ভট্টাচার্য্য শুভ, একুশ উদযাপন পরিষদের মহাসচিব এমদাল দুহক স্বপনসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings