সাইফুল ইসলাম রনি (প্যারিস, ফ্রান্স)
প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতিকে ছড়িয়ে দিতে প্যারিসে ৩য় বারের মতো অনুষ্ঠিত হয়েছে‘বাণিজ্য মেলা ২০২৪’।
সলিডারিটি আঁজি ফ্রান্স (সাফ)’র উদ্যোগে রবিবার (৩১ মার্চ) প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ মেলা চলে।
এতে দেশীয় ঐতিহ্যমণ্ডিত খাবার, পোষাক, গহনাসহ নিত্যদিনের ব্যবহার সামগ্রির পাশাপাশি বিভিন্ন দেশের পণ্য স্থান পায়। এ ছাড়া বিভিন্ন ধরনের সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশু-কিশোরদের নিয়ে ‘ যেমন খুশি, তেমন সাজ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে সবার জন্য ছিল উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা।
এসময় মেলায় উপস্থিত ছিলেন ফরাসি পার্লামেন্ট এম পি দানিয়াল অপু মনু । তিনি এমন আয়োজন দেখে নিজের মুগদ্ধতার কথা প্রকাশ করেন।
প্রবাসের মাটিতে দেশীয় মাল্টিকালচারের সঙ্গে পরিচয় ও তা ছড়িয়ে দিতে বিগত তিন বছর ধরে ‘বাণিজ্যমেলা’ ফ্রান্সে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবছরই বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন দেশের মানুষ এই মেলায় অংশগ্রহণ করে।
GIPHY App Key not set. Please check settings