ফ্রান্স প্রতিনিধি, সাইফুল ইসলাম (রনি)
পবিত্র রমজান উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার প্যারিসের উদ্যোগে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি ইসলামী সংগীতের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। এতে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। উপস্থিত অতিথিরা রমজানের গুরুত্ব ও নজরুলের আদর্শ নিয়ে আলোচনা করেন।
ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, লেখক, সাংবাদিক সহ বাংলাদেশ কমিউনিটির অনেক ব্যক্তিবর্গ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার প্যারিস এর সভাপতি তাজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক সোহেল আহমেদ এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন কবি লেখক ও স্রোতের সম্পাদক বদরুজামান, ইউরো বাংলা প্রেস ক্লাবের সভাপতি তাইজুল ফয়েজ, প্যারিস বাংলা প্রেস ক্লাব এর সভাপতি এনায়েত শোহেল, ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাব এর সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, কথা সাহিত্যিক আপন, সিনিয়র সাংবাদিক মান্নান আজাদ সহ সংগঠনের উপদেষ্টা এবং সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি, যিনি ইসলামী সংগীতের ক্ষেত্রেও অমূল্য অবদান রেখেছেন। তার লেখা হামদ, নাদ, গজল, ও কাওয়ালিগুলো ঈমানি চেতনা, মানবতা ও ন্যায়ের বার্তা বহন করে।বক্তারা আরো বলেন, রমজানের শিক্ষাকে হৃদয়ে ধারণ করে প্রবাসে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে হবে। “নজরুলের ইসলামি সংগীত শুধু উপদেশমূলক নয়, বরং তা আমাদের আত্মিকভাবে শুদ্ধ হতে এবং নৈতিক শিক্ষা গ্রহণে উৎসাহিত করে।”
এছাড়াও বক্তারা বলেন এখনই সময় এসেছে নজরুল কে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার। প্রবাসে আগামী প্রজন্ম জাতে তার জাতীয় কবির অমর সৃষ্টি কথা জানতে পারে সে বিষয়ে প্যারিস নজরুল সেন্টারের কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে সে বিষয়ে মতামত দেন। বক্তারা গেজেট প্রকাশের মাধ্যমে কাজি নজরুল ইসলাম কে জাতীয় কবি ঘোষণা দেওয়াতে বর্তমান সরকার কে ধন্যবাদ জানান।
এসময় নজরুলের কালজয়ী ইসলামি গান— “ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ”, “ইসলামের ওই সওদাগর এসেছে রে দুনিয়ায়”, “তৌহিদেরি মুর্শিদ আমার, মোহাম্মদ রাসুল” প্রভৃতি গানের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পরে প্রবাসী শিল্পী সাইফুল ইসলাম নজরুলে লেখা একটি হামদ নাদ পরিবেশন করেন। কথা সাহিত্যিক আপন এবং কবি বদরুজ্জামান দুটি কালজয়ী কবিতা আবৃত্তি করে শুনান।
শেষে অনুষ্ঠানে রমজানের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত অতিথিদের মধ্যে ইফতার পরিবেশন করা হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি ও ইসলামী মূল্যবোধ ফ্রান্স সহ বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
GIPHY App Key not set. Please check settings