পেরুর আন্দিজ পর্বতের অর্ধেকেরও বেশি এলাকার বরফ গলে গেছে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে।
বিশ্বের বেশিরভাগ গ্রীষ্মমণ্ডলীয় হিমবাহের প্রতিনিধিত্ব করে আন্দিজ পর্বতমালা। দেশটির পরিবেশ মন্ত্রণালয় বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
ন্যাশনাল ইনস্টিটিউট অব গ্লেসিয়ার অ্যান্ড ইকো সিস্টেমের গবেষণা প্রতিবেদনে জানায়, সর্বশেষ হিসাবে ১৯৬২ সাল থেকে হিমবাহগুলো ১ হাজার ৩৪৮ বর্গ কিলোমিটার (৫২০ বর্গ মাইল) কমেছে।
সংস্থাটি জানিয়েছে, পেরুর উত্তর আনকাশ অঞ্চলে প্রায় ৫ হাজার ২৫০ মিটার (১৭,২০০ ফুট) উঁচু মাউন্ট পাস্তুরি দেশটির পর্যটন সেক্টরের সেরা আকর্ষণগুলোর অন্যতম।
এর বরফ ঢাকা পৃষ্ঠের ৫০ শতাংশেরও বেশি অংশ হারিয়ে যাওয়ায় পর্যটনের ওপর সবচেয়ে বড় ধরনের হুমকি এসেছে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, ‘এই বরফ গলন থেকে নতুন উপহ্রদ বা লেক তৈরি হচ্ছে।’
পেরু বলেছে, গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের বিশ্বের প্রায় ৭০ শতাংশ হিমবাহের অবস্থান পেরুতে।
ইনস্টিটিউট বলেছে, ‘জলবায়ু পরিবর্তনের চমৎকার, সংবেদনশীল সূচক নির্ধারণে গ্রীষ্মমন্ডলীয় হিমবাহগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
GIPHY App Key not set. Please check settings