in

পর্তুগাল আ. লীগের সভাপতি জসিম, সম্পাদক দেলওয়ার

পর্তুগালের রাজধানী লিসবনে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে জহিরুল আলম জসিম এবং সাধারণ সম্পাদক পদে দেলওয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। সম্মেলন থেকে জানানো হয় আগামী তিন মাসের মধ্যে পর্তুগাল আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

বুধবার (১০ জুলাই) অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি রাফিক উল্লাহ মুন্সী। পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিমের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। সম্মেলন সঞ্চালনা করেন পর্তুগাল আওয়ামী লীগের সাধারণ সম্পদক শওকত ওসমান ও ভারপ্রাপ্ত সম্পাদক দেলওয়ার হোসেন। সম্মেলনে অংশ নেন ইউরোপের ১৯টি দেশের সভাপতি-সাধারণ সম্পাদকরা।

জানা যায়, নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য পর্তুগাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি সাবজেক্ট কমিটি গঠন করা হয়। সাবজেক্ট কমিটির অনুমতিক্রমে সভাপতি হিসেবে জহিরুল আলম জসিম ও সাধারণ সম্পাদক হিসেবে দেলওয়ার হোসেনের নাম ঘোষণা করেন অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম।

সম্মেলন শেষে অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই ত্যাগী, অভিজ্ঞ ও তরুণ নেতৃত্ব আনার কথা বলেন। পর্তুগালে গত এক দশক নতুন নেতৃত্ব আসেনি।

এবারের সম্মেলনের মাধ্যমে ত্যাগী, অভিজ্ঞ ও তরুণ তুর্কিরা উঠে আসবে। নতুন নেতৃত্ব আওয়ামী লীগকে আরো সুসংগঠিত করবে।’

অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশকে বহির্বিশ্বে তুলে ধরতে কাজ করে। নতুন নেতৃত্ব এ কাজকে আরো সুসংগঠিত করবে। পর্তুগাল আওয়ামী লীগের সম্মেলন সময়ের দাবি ছিল।

কারণ অনেক দিন ধরে এটি হচ্ছিল না। এবার ত্যাগী, অভিজ্ঞ ও তরুণরা নতুন কমিটিতে স্থান পাবে।’

পর্তুগাল আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, সর্বশেষ পর্তুগালে ২০১৪ সালে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ফলে ১০ বছর ধরে সদ্য বিদায়ি কমিটি দলটির নেতৃত্ব দিয়ে আসছিল। ১০ বছর জহিরুল আলম জসিম সভাপতি হিসেবে নেতৃত্ব দিলেও সাধারণ সম্পাদক শওকত ওসমানের অনুপস্থিতিতে গত তিন বছর দেলওয়ার হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এক দশক সম্মেলন না হওয়ার কারণে তরুণ, অভিজ্ঞ ও ত্যাগীরা নেতৃত্বে আসতে পারছিলেন না। এবারের সম্মেলনের কারণে এ অভাব ঘুচবে বলে জানিয়েছেন অল ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings