হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ‘দীপ জ্বেলে যাই’ চলচ্চিত্রের কালজয়ী গান ‘এই রাত তোমার আমার’। সেই গানের রেশ ধরেই তৈরি হচ্ছে চলচ্চিত্র।
চলচ্চিত্রটি পরিচালনা করবেন পশ্চিমবঙ্গের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। গানের লাইনেই রাখা হয়েছে এর নাম ‘এই রাত তোমার আমার’, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করবেন অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন।
সঙ্গে এতে পরমব্রতরও অভিনয় করার কথা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আজকাল ইন জানিয়েছে, বুধবার প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ অফিসে চলচ্চিত্রটির শুভ মহরত হয়েছে।

হইচই স্টুডিওজের জন্য বানানো চলচ্চিত্রটির পটভূমি, ‘একটি রাতের কিছু ঘটনা, কিছু স্মৃতিচারণা’। শোনা যাচ্ছে পরমব্রতর চরিত্রটি হেমন্ত মুখোপাধ্যায়ের আধারে তৈরি হবে। তবে এটি কারও বায়োপিক নয়।
তবে চলচ্চিত্রটি প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমটি পরমব্রতর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। আপাতত এর চিত্রনাট্যের কাজ চলছে। আগামী বছরের শুরুর দিকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সঙ্গে যুক্ত হতে পারেন আরও নামী অভিনেতারা।
সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক যে ছিল রাজা’ চলচ্চিত্রে সর্বশেষ দেখা গিয়েছিল অঞ্জন দত্ত ও অপর্ণা সেনকে। তাদের পর্দায় একসঙ্গে দেখতে আগ্রহ থাকবে দর্শকের।
GIPHY App Key not set. Please check settings