১০ জনের আয়ারল্যান্ডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে নেশন্স লিগের টপ টায়ারে ফিরেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের জার্সিতে চারজন খেলোয়াড় ক্যারিয়ারে প্রথম আন্তর্জাতিক গোলের দেখা পেয়েছেন। আরেক ম্যাচে আদ্রিয়েন রাবোয়িতের জোড়া গোলে ইতালিকে পরাজিত করেছে ফ্রান্স।
আর্লিং হালান্ডের হ্যাটট্রিকে বি-লিগের গ্রুপ-বি’তে টেবিলের শীর্ষস্থান দখল করেছে নরওয়ে।
ইউরো ২০২৪ রানার্স-আপ ইংল্যান্ড অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলির অধীনে শেষ ম্যাচে গ্রুপ-বি২’র শীর্ষস্থান পেয়েছে। নতুন বছরে দলের প্রধান কোচ হিসেবে যোগ দিচ্ছেন থমাস টাচেল।
কাল ম্যাচ শেষে কার্সলি বলেছেন, ‘আমি সবসময়ই চেয়েছি ইংল্যান্ড দলের খেলা যাতে সকলের কাছে ভাল লাগে। পুরো দল যেন আক্রমনাত্মক ফুটবল উপহার দেয়। আমার নিয়ন্ত্রনে যা আছে আমি শুধু সেটাই করতে পেরেছি। দলের সব খেলোয়াড়রই অসাধারন। সকলেই সুযোগের অপেক্ষায় ছিল।’
এই গ্রুপের আরেক ম্যাচে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থান লাভ বরেছে গ্রীস। আগামী বছর মার্চে গ্রীস প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে।
ওয়েম্বলিতে জেদি আয়ারল্যান্ডকে কিছুতেই পরাস্ত করতে পারছিল না ইংল্যান্ড। ফরোয়ার্ড নোনি মাদুয়েকের শট দুইবার ব্লক করে আইরিশ রক্ষনভাগ।
প্রথমার্ধ গোলশুণ্য থাকার পর দ্বিতীয়ার্ধে ম্যাচের চেহারা পাল্টে যায়। হ্যারি কেনের কাছ থেকে দুর্দান্ত পাস পেয়ে জুড বেলিংহাম এগিয়ে গেলে তাকে আটকাতে গিয়ে লিয়াম স্কেলস ফাউল করে বসেন। দ্বিতীয় হলুদ কার্ডের কারনে আয়ারল্যান্ডের ডিফেন্ডার স্কেলসকে মাঠ ছাড়তে হয়েছে। স্পট কিক থেকে আইরিশ গোলরক্ষক কাওমহিন কেলেহারকে পরাস্ত করতে কোন ভুল করেননি কেন।
৫৬ মিনিটে টিনো লিভারমেন্টোর ডিফ্লেকটেড ক্রস থেকে নিউক্যাসল সতীর্থ এন্থনি গর্ডনের ভলিতে ব্যবধান দ্বিগুন হয়। আন্তর্জাতিক ম্যাচে এটাই গর্ডনের প্রথম গোল।
পাঁচ মিনিটের মধ্যে কর্ণার থেকে কনর গালাহারের ইংল্যান্ড ব্যবধান ৩-০’তে নিয়ে যায়। বদলী বেঞ্চ থেকে উঠে আসার কয়েক সেকেন্ডের মধ্যে জেরড বোয়েন ক্যারিয়ারের প্রথম গোল করেন। ৭৯ মিনিটে বেলিংহামের ক্রস থেকে টেইলর হারউড-বেলিস দলের বড় জয় নিশ্চিত করেন।
সান সিরোতে ইতালিকে ৩-১ গোলে পরাজিত করে আজ্জুরিদের কাছ থেকে গ্রুপ-এ২’র শীর্ষস্থান ছিনিয়ে নিয়েছে ফ্রান্স।
লেস ব্লুজরা জানতো দুই গোলের ব্যবধানে জয়ী হতে পারলে ইতালিকে হঠিয়ে গোল ব্যবধানে তারা এগিয়ে যাবে। ইতোমধ্যেই অবশ্য দুই দলই মার্চের কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে।
লুকাস ডিগনের ক্রস থেকে দ্বিতীয় মিনিটে রাবোয়েতের হেডে এগিয়ে যায় ফ্রান্স। ৩৩ মিনিটে লেফট-ব্যাক ডিগনের দুর্দান্ত ফ্রি-কিক পোস্টে লেগে ফেরত এসে ইতালিয়ান গোলরক্ষক গুগলিয়েলমো ভিকারিওর পিঠে লেগে জালে প্রবেশ করে।
স্বাগতিকদের হয়ে দ্রুত এক গোল পরিশোধ করেন আন্দ্রে কাম্বিয়াসো। ৬৫ মিনিটে ডিগনের আরো একটি সেট পিস থেকে রাবোয়িত বল জালে প্রবেশ করান। ফ্রান্সের হয়ে এটি ছিল রাবোয়িতের ক্যারিয়ারের ৫০তম গোল।
হালান্ডের হ্যাটট্রিকে কাজাকাস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে অস্ট্রিয়াকে হটিয়ে গ্রুপ-বি৩’র শীর্ষস্থান দখল করেছে নরওয়ে।
২৩ মিনিটে ডেডলক ভাঙ্গেন ম্যানচেস্টার সিটি তারকা হালান্ড। ১৪ মিনিট পর ক্যারিয়ারের ৩৭তম গোল পূরণ করেন হালান্ড। প্রথমার্ধে এন্টোনিও নুসার গোলে নরওয়ে ৩-০ গোলের লিড পায়।
ম্যাচ শেষের ১৯ মিনিট আগে নরওয়ের হয়ে চতুর্থ গোলটি করেন হালান্ড। ডান পায়ের লো ফিনিশিংয়ে হ্যাটট্রিক পূরণ করেন হালান্ড। ৭৬ মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেছে নুসা।
GIPHY App Key not set. Please check settings