in , ,

নির্বাচন নিয়ে দেশের মানুষ আতঙ্কিত-উদ্বিগ্ন: সংসদে মোকাব্বির খান

বাংলাদেশের নির্বাচনব্যবস্থা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক, অস্পষ্টতা ও হতাশা বিরাজ করছে। অনেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আজ বুধবার জাতীয় সংসদে একটি বিল পাসের আলোচনায় অংশ নিয়ে গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান এ কথা বলেন।

মোকাব্বির খান বলেন, কখন ও কীভাবে নির্বাচন হবে এ বিষয়ে সরকার তার অবস্থান পরিষ্কার করছে না। ২০১৪ সালের নির্বাচন বিএনপি প্রতিহত করার চেষ্টা করে।

ক্ষমতাসীন দল ক্ষমতার দাপটে নির্বাচন করেছে। সরকার গঠনের জন্য যে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, সেই সংখ্যক সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। সেই নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি। ২০১৮ সালেও অধিকাংশ জায়গায় আগের রাতে ভোট হয়। সেবারও জনমতের প্রতিফলন ঘটেনি।

মোকাব্বির খান আরও বলেন, ‘সংসদে বিল পাস হয়েছে দলিল যার, জমি তার। সংবিধান অনুযায়ী জনগণ দেশের মালিক। কিন্তু রাষ্ট্রের এই মালিক গভীরভাবে উদ্বিগ্ন। তারা দলিল নিয়ে বসে আছে কিন্তু মালিকানা তো তাদের হাতে নেই। সোনার বাংলার গণতন্ত্র আজ কোথায় যাচ্ছে?’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings