in

নামছে ব্রাজিল–আর্জেন্টিনা, যেমন হতে পারে একাদশ

বুধবার ভোরেই মাঠে গড়াবে ব্রাজিল–আর্জেন্টিনার সুপার ক্লাসিকো। মারাকানায় বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচ ঘিরে জমে উঠেছে উত্তাপ। এর মধ্যে দুই দলের শক্তি–সামর্থ্য–পরিসংখ্যান ঘিরেও চলছে নানা আলোচনা। একাদশে কারা থাকতে পারেন, তা নিয়েও আছে নানা জল্পনাকল্পনা।

কিছু নাম একাদশে থাকা নিশ্চিত হলেও কিছু নাম ঘিরে আছে শঙ্কা। বিশেষ করে দুই দলই নিজেদের আগের ম্যাচে হেরেছে। ব্রাজিল কলম্বিয়ার কাছে হেরেছে ২–১ গোলে। আর আর্জেন্টিনাকে ২–০ গোলে হারিয়েছে উরুগুয়ে। সে কারণেই হয়তো দুই দলই একাদশে পরিবর্তন আনবে। একই সঙ্গে আছে চোটের হানাও।

ব্রাজিল ও আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যম বলছে এই ম্যাচে নিকোলাস গঞ্জালেসের জায়গায় দেখা যেতে পারে লেয়ান্দ্রো পারাদেস বা আনহেল দি মারিয়াকে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো অবশ্য দি মারিয়ার কথাই জোর দিয়ে বলেছে। এ ছাড়া হুলিয়ান আলভারেজের জায়গায় আসতে পারেন লাওতারো মার্তিনেজ। আগের ম্যাচে আলভারেজকে একেবারেই ছন্দে দেখা যায়নি।

উরুগুয়ের রক্ষণে তেমন কোনো ভীতিও ছড়াতে পারেননি এই স্ট্রাইকার। এমনকি তাকে বলের কাছাকাছিও খুব বেশি যেতে দেননি উরুগুয়ের ডিফেন্ডাররা। যা বেশ ভুগিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের। তাই এই ম্যানচেস্টার সিটি তারকার বদলে ইন্টার মিলানের মার্তিনেজকে একাদশে রেখে পরিকল্পনা সাজাতে পারেন লিওনেল স্কালোনি।

অন্যদিকে বাছাইপর্বের সর্বশেষ দুই ম্যাচে হারা ব্রাজিল দল আছে চোটজর্জর অবস্থায়। দানিলো, কাসেমিরো, নেইমার আগে থেকেই ছিলেন না। সর্বশেষ ম্যাচে ছিটকে গেছেন নির্ভরযোগ্য উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রও। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ঊরুর চোটে পড়েছেন ভিনি। সব মিলিয়ে মাঠে ও মাঠের বাইরে সমান বিপাকে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এ কারণে একাদশে পরিবর্তন আনতে হবে দিনিজকে। যেখানে ভিনির জায়গায় কালকের ম্যাচে হয়তো গ্যাব্রিয়েল জেসুসকে দেখা যাবে। এ ছাড়া রেনান লোদির জায়গায় দিনিজ খেলাতে পারেন আরেক লেফটব্যাক কার্লোস আগুস্তোকে।

বিপাকে থাকা ব্রাজিল দলে নেইমার–ভিনিসিয়ুস না থাকলেও অবশ্য দলটিকে হালকাভাবে নিচ্ছেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ভিনিসিয়ুস জুনিয়র ও নেইমারের দুজনই দুর্দান্ত। দুজনকে নিয়েই ভাবতে হয়। তবে আমরা জানি, তাদের বদলি খেলোয়াড়ও আছে ব্রাজিল দলে। তাদের প্রত্যেক ফুটবলারই শীর্ষ পর্যায়ের, তরুণ, দ্রুতগতির এবং অভিজ্ঞ। নিশ্চিতভাবেই তাদের কোচ ভিন্ন কিছু প্রস্তুত করে রেখেছে।’

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, আনহেল দি মারিয়া/ লিয়ান্দ্রো পারাদেস, লিওনেল মেসি এবং লাওতারো মার্তিনেজ/হুলিয়ান আলভারেজ। কোচ: লিওনেল স্কালোনি।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ

এদেরসন, এমারসন রয়্যাল, মাকুইনোস, গাব্রিয়েল মাগালাইস, কার্লোস আগুস্তো, আন্দ্রে, ব্রুনো গিমারেজ, রাফিনিয়া, গ্যাব্রিয়েল জেসুস, রদ্রিগো এবং গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। কোচ: ফার্নান্দো দিনিজ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings