দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে দ্বিতীয় অঘটনের জন্ম দিলো নেদারল্যান্ডস। মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডস ৩৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
গেল রোববার ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে চলমান আসরে প্রথম অঘটন ঘটিয়েছিল আফগানিস্তান। ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে তৃতীয় জয় পেল নেদারল্যান্ডস। ইউরোপীয় দলটি এক বছরের মধ্যে দ্বিতীয়বার হারালো দক্ষিণ আফ্রিকাকে।
অধিনায়ক স্কট এডওয়ার্ডসের দুর্দান্ত হাফ-সেঞ্চুরির সাথে লোয়ার অর্ডারে বিভিন্ন জুটিতে ১৩৭ বলে ১৬৩ রান যোগ হওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাট করে ৪৩ ওভারে ২৪৫ রান করে নেদারল্যান্ডস। এডওয়ার্ডস ৬৯ বলে অপরাজিত ৭৮ রান করেন।
জবাবে নেদারল্যান্ডসের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ২০৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর:
নেদারল্যান্ডস: ২৪৫/৮, ৪৩ ওভার (এডওয়ার্ডস ৭৮*, মারু ২৯, জানসেন ২/২৭)
দক্ষিণ আফ্রিকা: ২০৭/১০, ৪২.৫ ওভার (মিলার ৪৩, মহারাজ ৪০, বিক ৩/৬০)।
ফল: নেদারল্যান্ডস ৩৮ রানে জয়ী।
ম্যাচসেরা: স্কট এডওয়ার্ডস (নেদারল্যান্ডস)।
GIPHY App Key not set. Please check settings