সাইফুল ইসলাম (রনি)-প্যারিস,ফ্রান্স
আসান্ন প্যারিস অলেম্পিকে তৃতীয় বারের মতো অংশ গ্রহণ করতে যাচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) শরণার্থী অলিম্পিক দল। আইওসি শরণার্থী অলিম্পিক দল সারা বিশ্বের ১০০ মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত শরণার্থী মানুষের প্রতিনিধিত্ব করবে। এবারের অলিম্পিক শরণার্থী দলটি ১১টি দেশের ৩৬ জন ক্রীড়াবিদ নিয়ে গঠিত হয়।
তারা বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী হিসাবে বসবাস করছেন। এরা হলেন ডোরিয়ান কেলেটেলা ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, মুসা সুলিমান সুদান, জামাল আবদেলমাজি ইসা মোহাম্মদ সুদান, তাচলোইনি গ্যাব্রিয়েসোস ইরিত্রিয়া, মোহাম্মদ আমিন আলসালামি সিরিয়া, পেরিনা লোকুরে দক্ষিণ, ফরিদা আবারোজ ইথিওপিয়া, দোর্সা ইয়াভারিভাফা ইরান, ওমিদ আহমদিসাফা ইরান, সিন্ডি এনগাম্বা ক্যামেরুন, মানিজা তালাশ আফগানিস্তান, আমির রেজানেজাদ ইরান, ফার্নান্দো জর্জ কিউবা, সাইদ ফজলৌলা ইরান, সামান সোলতানি ইরান, আমির আনসারি আফগানিস্তান, আইরু টেসফোম গেব্রু ইথিওপিয়া, মোহাম্মদ রাশনোনেজাদ ইরান, সিবগাতুল্লাহ আরব আফগানিস্তান, আদনান খানকান সিরিয়া, মুনা ডাহাউক সিরিয়া, নিগারা শাহীন আফগানিস্তান, মাহবুবেহ বারবারি ইরান, ফ্রান্সিসকো এডিলিও সেন্টিনো ভেনেজুয়েলা, লুনা সলোমন ইরিত্রিয়া, আলা মাসো সিরিয়া, মতিন বালসিনি ইরান, হাদি তিরান ইরান, ইয়াহিয়া আল-ঘোটানি সিরিয়া, ফরজাদ মানসৌরি আফগানিস্তান, কাসরা মেহেদিপুরনেজাদ ইরান, দিনা পোরিওনেস ইরান, রামিরো মোরা রোমেরো কিউবা,
ইয়েকতা জামালি ইরান, ইমান মাহদাভি ইরান, জামাল ওয়ালিজাদেহ ইরান। প্যারিসে-২০২৪, তারা ১২টি বিভিন্ন খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে- সাঁতার, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বক্সিং, ব্রেকিং, ক্যানো (স্ল্যালম এবং স্প্রিন্ট), সাইক্লিং (রাস্তা), জুডো, শুটিং, তায়কোয়ান্দো, ভারোত্তোলন এবং কুস্তি (ফ্রিস্টাইল এবং গ্রেকো) -রোমান)।
শরণার্থী দলটির নেতৃত্ব দিচ্ছেন শো-য়ে।
GIPHY App Key not set. Please check settings