আসন্ন দ্বাদশ নির্বাচন সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ নির্বাচনে প্রার্থী হতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান তিনটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।
সাকিবের পক্ষে তার এক প্রতিনিধি শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
সাকিব আল হাসানের একজন আত্মীয় গণমাধ্যমকে বলেন, মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। সাকিব বর্তমানে দেশের বাইরে আছেন। দেশে ফিরে তিন দিন পর মনোনয়ন ফরম জমা দেবেন।

আওয়ামী লীগের ঢাকা বিভাগের মনোনয়ন ফরম বিক্রির জন্য গঠিত কমিটির একজন সদস্য সিদ্দিকী নাজমুল আলম জানান, ঢাকা–১০ আসন থেকে সাকিব আল হাসানের পক্ষে তার প্রতিনিধি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এদিকে মনোনয়ন ফরম বিক্রির খুলনা বিভাগের জন্য গঠিত কমিটির একটি সূত্র জানিয়েছে, সাকিবের প্রতিনিধি মাগুরা–১ ও মাগুরা–২ আসনেরও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সাকিব আল হাসান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সাকিব যে আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন সেই মাগুরা–১ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান, মাগুরা–২ আসনের সংসদ সদস্য সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এবং ঢাকা–১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন।
GIPHY App Key not set. Please check settings