ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে সোমবার সকাল থেকে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি চলেছ দিনভর। এমন আবহাওয়া সারা রাত এবং মঙ্গলবারও অব্যাহত থাকবে। টানা বৃষ্টিতে এরইমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে মানুষের চলাচলে ভোগান্তি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, ঘূর্ণিঝড়টি রোববার রাতে উপকূলে আঘাত হানার পর সেটি শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবেই ঢাকায় দমকা হাওয়া ও ভারী বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ঢাকায় ১২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চলতি মৌসুমে ঢাকায় এটিই সবচেয়ে বেশি বৃষ্টিপাত।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকায় ভোর থেকে দমকা হাওয়া বইছে। মঙ্গলবার পর্যন্ত থেমে থেমে ঝোড়ো বাতাস বয়ে যাবে বলে আবহাওয়াবিদেরা জানিয়েছেন। আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, ঢাকায় সবচেয়ে বেশি বেগে দমকা হাওয়া বয়ে গেছে সোমবার সকাল ছয়টার দিকে, ঘণ্টায় ৫৯ কিলোমিটার।
আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের উপ-পরিচালক মো. শামীম আহসান বিকেলে এক ব্রিফিংয়ে জানান, ঘূর্ণিঝড়টি স্থল নিম্নচাপ হিসেবে মঙ্গলবারের পর সিলেটের ওপর দিয়ে দেশের বাইরে চলে যাবে। এটি ওপরে উঠে এবং এর প্রভাবে উজানে ভারতের আসাম ও মিজোরামে বৃষ্টি ঝরবে।
ঘূর্ণিঝড়টি রোববার রাত আটটার দিকে মোংলার দক্ষিণ–পশ্চিমের পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী এলাকা দিয়ে উপকূল অতিক্রম শুরু করে। এরপর দেশে সবচেয়ে বেশি গতিতে ঝোড়ো হাওয়া বয়ে গেছে দিবাগত রাত দেড়টা থেকে দুইটা পর্যন্ত পটুয়াখালীর খেপুপাড়ায়। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১১১ কিলোমিটার।
এই ঝড়ের প্রভাবে সারা দেশেই বৃষ্টি হচ্ছে। বিকেল পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রামে ১৩৮ মিলিমিটার।
GIPHY App Key not set. Please check settings