in

‘টাইম’–এর বর্ষসেরা অ্যাথলেট লিওনেল মেসি

মার্কিন বিখ্যাত সাময়িকী ‘টাইম’–এর ২০২৩ সালের সেরা অ্যাথলেট হয়েছেন লিওনেল মেসি। প্রথম ফুটবলার হিসেবে এই পুরস্কার পেলেন মেসি।

মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের ফুটবলে অবিশ্বাস্য প্রভাব ফেলায় তাকে বার্ষিক এই সম্মানে ভূষিত করেছে টাইম।

গেল জুলাইয়ে মায়ামিতে যোগ দেওয়ার পর মেসি ক্লাবটিকে লিগস কাপ জেতান। ৭ ম্যাচে ১০ গোল করে এই টুর্নামেন্টে মায়ামিকে প্রথম শিরোপা এনে দেন আর্জেন্টাইন তারকা।

মায়ামির ইউএস ওপেন কাপের ফাইনালে ওঠায়ও বড় অবদান ছিল মেসির। যদিও ফাইনালে হেরেছিল টাটা মার্তিনোর দল। চোটের কারণে মেসিও ম্যাচটি খেলতে পারেননি।

মায়ামিতে প্রথম মৌসুমে ১৪ ম্যাচে ১১ গোল করেছেন মেসি, এর সুবাদে ক্লাবটি এমএলএস প্লে–অফে খেলার কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

টাইম ২০১৯ সাল থেকে ‘অ্যাথলেট অব দ্য ইয়ার’ পুরস্কার দিয়ে আসছে। সে বছর সম্মানসূচক এ পুরস্কার পেয়েছিল যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দল।

পরের বছর পুরস্কারটি পেয়েছেন বাস্কেটবল তারকা লেব্রন জেমস। ২০২১ সালে পেয়েছেন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমোন বাইলস।

গত বছর এ পুরস্কার জেতেন নিউইয়র্ক ইয়াঙ্কির বেসবল তারকা অ্যারন জাজ। আর এবার প্রথম ফুটবলার হিসেবে একই বিজয়মাল্য উঠল মেসির গলায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings