চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসীরা ১৯১ কোটি মার্কিন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মূখপাত্র মেজবাউল হক গণমাধ্যকে এ তথ্য জানান। সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংস পরিস্থিতি এবং বেশ কিছু দিন ইন্টারনেট বন্ধ থাকায় গত মাসে রেমিটেন্স প্রবাহ কমেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উল্লেখ্য, গত অর্থবছরের জুলাই মাসে রেমিটেন্স আহরণের পরিমাণ ছিলো ১৯৭ কোটি ডলার। আর গত জুন মাসে দেশে রেমিটেন্স আসে ২৫৪ কোটি ডলারের।
GIPHY App Key not set. Please check settings