in

‘জানে দুশমন’খ্যাত নির্মাতা রাজকুমার কোহলি আর নেই

বলিউড পরিচালক ও প্রযোজক রাজকুমার কোহলি মারা গেছেন। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে আজ শুক্রবার সকালে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৩ বছর। তিনি বলিউড অভিনেতা আরমান কোহলির বাবা।

প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার সকালে গোসল করার জন্য বাথরুমে গিয়েছিলেন ‘জানে দুশমন’খ্যাত পরিচালক রাজকুমার। বেশ কিছু সময় পেরিয়ে গেলেও বাইরে না আসায় এবং সাড়া না পাওয়ায় দরজা ভাঙেন ছেলে। তখন মেঝেতে লুটিয়ে পড়া অবস্থায় দেখতে পাওয়া যায় প্রখ্যাত পরিচালককে।

এদিন সন্ধ্যায় রাজ কুমারের শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে। এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ইন্ডাস্ট্রিতে।

প্রসঙ্গত, ১৯৬৩ সাল থেকে সিনেমার সঙ্গে জড়িত রাজকুমার। ‘ডুল্লা ভাট্টি’ তার প্রথম ছবি। প্রেম চোপড়াকে নিয়ে ‘সপনি’ সিনেমা নির্মাণ করে নজর কাড়েন তিনি। প্রথম সিনেমা দিয়ে আলোচনায় আসার পর প্রচুর সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন।

১৯৬৭ সালে তার পরিচালিত ‘নাগিন’ সিনেমাটিও সেই সময় বেশ জনপ্রিয়তা পায়। তার পর ছেলে আরমান কোহলিকে নিয়ে আসেন অভিনয়ে। যদিও আরমান একেবারেই সাফল্য পাননি।

রাজকুমার প্রযোজিত সিনেমাগুলোর মধ্যে ‘বদলে কি আগ’, ‘নৌকর বিবি কা’, ‘রাজ তিলক’ সিনেমাগুলো সুপারহিট হয়েছিল বক্স অফিসে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings