in

জন্মদিনে সিনেমার ঘোষণা শাবনূরের, নায়ক মাহফুজ

বহুদিন ধরেই অভিনয় থেকে দূরে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। অভিনয় ছেড়ে স্থায়ী হয়েছেন অস্ট্রেলিয়ায়। সন্তান নিয়ে সেখানেই থাকেন। ১৭ ডিসেম্বর নায়িকার জন্মদিন। জন্মদিন উপলক্ষে দেশে ফিরেছেন।

দেশে ফিরেই চমকে দিয়েছেন। ঘোষণা দিলেন নতুন সিনেমার। মাঝে কয়েকবার অভিনয়ে ফেরার গুঞ্জন শোনা গেলেও এবার সত্যিই ফিরছেন শাবনূর। চয়নিকা চৌধুরীর সিনেমা দিয়ে বিরতি ভাঙতে যাচ্ছেন তিনি। সিনেমাটির নাম ‘মাতাল হাওয়া’। এতে শাবনূরের বিপরীতে থাকছেন মাহফুজ আহমেদ।

চয়নিকা চৌধুরী বলেন, ‘অনেক দিন ধরে আমাদের পরিকল্পনা চলছিল। এবার সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে। তবে কবে নাগাদ শুটিং শুরু করব, এখনই বলতে পারছি না। আমাদের তাড়াহুড়া নেই। এমন না যে আমাদের ঈদেই সিনেমাটি রিলিজ দিতে হবে। আস্তে ধীরে প্রস্তুতি নিয়ে তবেই মাঠে নামব।’

তিনি আরও বলেন, শাবনূরের সাথে অনেক দিন ধরেই কথা হচ্ছিল। আমরা একটা ভালো গল্পের অপেক্ষায় ছিলাম। আমরা সে রকম একটা গল্প পেয়েছি। আশা করছি এটি ‘প্রহেলিকা’কেও ছাড়িয়ে যাবে। সবাই খুব পছন্দ করবেন মাতাল হাওয়া।

সর্বশেষ ২০১৫ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গিয়েছিল শাবনূরকে। এরপর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। সিনেমা থেকে সাময়িক দূরত্ব তৈরি হলেও এ অভিনেত্রীর জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings